কবিতা ।। প্রেম ।। মানস মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। প্রেম ।। মানস মণ্ডল

 

প্রেম

মানস মণ্ডল

 

সামাল সামাল পথ, ঝড় ভাঙে শাড়ি

প্রেম ভেঙে পড়ে, সামাল সামাল প্রেম 

অলকানন্দায়

ভেসে যায়, ভেসে যায় কে কাকে বাঁচায়

প্রেম ফের ভেসে ওঠে, ঘরে আছি, স্রোতের বিরুদ্ধে

ঝড়ে আছি, বজ্র-বিদ্যুতে, আর সব মিথ্যে পাখি

আর সব মিছে...

 

আঙুলে আঙুল বেঁধে, চলি পথ ভেঙে

পৃথিবী চলেছে তার পিছে, পিছে পিছে পিছে...

 

                  ----#----

 

Manas Kumar Mandal

B.B.D.Palli, Ismile (near Homoeopathic College)

P.O.- Asansol

Dist.- Paschim Bardhaman

PIN. 713301


No comments:

Post a Comment