কবিতা ।। নিজস্বতার পরিচিতি গড়ো ।। শুভ্রা ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। নিজস্বতার পরিচিতি গড়ো ।। শুভ্রা ভট্টাচার্য

 

নিজস্বতার পরিচিতি গড়ো

শুভ্রা ভট্টাচার্য


মেয়ে আধারবিহীন তুমি, আজ পরিচিতি সংকটে!
জলের মতোই যখন তখন আকার পরিবর্তন ঘটে!
এই আছ তুমি পিত্রাধীন আবার দেখি স্বামীতে বিলীন
দোদুল্যমান তোমারে নাচায়ে সমাজ হৃদে খুশির বিন।
তবুও তুমি কখনো দেখি বেশ আছো "বোসে"
আবার হাসি মুখে এইতো আছো তুমি "ঘোষে"!
যে পরিচয়ে জন্ম,মৃত্যু কেন অপর কোনো নামে!
জন্ম মৃত্যুর মাঝের তুমিটা হারাও বেনামী খামে।
তারপরও তোমার কান্না কেন নিজের পরিচয়ের তরে!
বাপেরবাড়ি শ্বশুরবাড়ি কেউ নেয় নি নিজের করে!
কিন্তু নিজ পারিচিতি তো আকাশ হতে নাহি পড়ে!
অনেক কষ্ট লড়াইয়ে পুরুষ নিজের পরিচয় গড়ে।
তোমরা বিয়ের বাজারে দাম চড়াতে রূপ সৌন্দর্য্যে মত্ত!
পরজীবীত্বে পায়ের তলায় বাস্তবের মাটি করোনি শক্ত,
সেল্ফ আইডেন্টিটি নেই বলে এবার কান্নাকাটি ছাড়
অন্যের মুখাপেক্ষী নয় নিজ ভরসায় সেটি গড়ো।
একবিংশ শতাব্দীতে স্বনির্ভরতাকে ম্যান্ডেটরি করো
নিজস্ব পরিচয় বানাতে কঠিন সংগ্রামী জীবনে লড়ো,
জেনো স্বাধীনতা সমানাধিকার কেউ দেবে না তুলে
ওটি অর্জন করতে হয় একাগ্রতা গুনাবলীরই বলে।
অন্তরে আইডেন্টিটির পাকা ভিতটা করো অনুভব
স্বসত্তায় জাগো,তোমার অসহায়তাকে করো পরাভব,
দৃঢ় ব্যক্তিত্বে স্বাধিকারে স্ব-অবলম্বনে হও মহান 
জগজ্জন হতে পড়িবেই ঝরে স্বতঃস্ফূর্ত সম্মান।।
 
===============
 
শুভ্রা ভট্টাচার্য
বাবুগঞ্জ সিবতলা
কে সি লেন
চুঁচুড়া হুগলী
পিন- ৭১২১০৩

No comments:

Post a Comment