কবিতা ।। কৃষ্ণাঙ্গ নাঙ্গেলি ।। কার্ত্তিক মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। কৃষ্ণাঙ্গ নাঙ্গেলি ।। কার্ত্তিক মণ্ডল

    

কৃষ্ণাঙ্গ নাঙ্গেলি

         কার্ত্তিক মণ্ডল


বিপ্লব নিয়ে সবাই জন্মায় না
কেউ কেউ জন্মায়,
যেমনটি জন্মে ছিলেন কেরালার নাঙ্গেলি
পঁয়ত্রিশ বছরের এক দুঃসাহসিক কৃষ্ণাঙ্গ নারী ।
কেরালার রাজা ত্রিভাঙ্কুরের স্তনকর
মূলাক্করমের বিরুদ্ধে তাঁর বিপ্লব,
যেনতেন বিপ্লব নয় 
নারীর আত্মমর্য‍্যাদা রক্ষার বিপ্লব
রাজা ঘোষনা করেন, ব্রাহ্মন নারী ব‍্যতিত অন‍্য
নারীদের স্তন ঢাকলে কর দিতে হবে,
নাঙ্গেলি প্রতিবাদ করেন,
আমার স্তন, আমি ঢা‌কবো; না খুলে রাখবো
সম্পূর্ণ আমার মন মর্জি ।
বারবার আক্রমনের শিকার হতে থাকেন
প্রতিবাদে দুটি স্তন ছেদন করে স্তনকর হিসেবে তুলে দেন
মৃত‍্যু দিয়েই সামাজিক কুপ্রথায় কুঠারাঘাত করে যান
প্রতিবাদের ভাষায় স্তম্ভিত হয় কর প্রনেতার দল,
বিস্মিত লজ্জিত সারা সমাজ
বাধ‍্য হয় স্তনকর তুলে নিতে
 বীজ পুঁতে কাপড় আন্দোলনের ।

No comments:

Post a Comment