গদ্য-সাহিত্যে প্রিয় নারী: মাধবীলতা ।। শর্বরী চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

গদ্য-সাহিত্যে প্রিয় নারী: মাধবীলতা ।। শর্বরী চৌধুরী

মাধবীলতা : গদ্য-সাহিত্যে প্রিয় নারী

  শর্বরী চৌধুরী 

 
সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মাধবীলতা। আত্মত্যাগ,সততা ও তেজস্বিতার এক আশ্চর্য সংমিশ্রণ। যে নিজস্ব বিশ্বাসের জন্য পারিপার্শ্বিক সব প্রতিকূলতাকে অগ্রাহ্য করার সাহস রাখে। ধনী পিতার নিরাপদ আশ্রয় ও নিশ্চিন্ত স্বচ্ছল ভবিষ্যতের হাতছানি এড়িয়ে সে বেছে নিয়েছিল তার সহপাঠী নকশাল নেতা অনিমেষ কে। সে অনিমেষের রাজনৈতিক মতাদর্শ কে সমর্থন করেনি, কিন্তু তার পাশে থেকেছে তার যাবতীয় অনিশ্চয়তার সময়। তীব্র তেজ ও অপরিসীম মায়ায় সে কখনো পুড়িয়েছে কখনো ছায়া দিয়েছে অনিমেষ কে। সন্তান কে মানুষ করেছে অজস্র দারিদ্র্য, অপমান ও প্রতিকুলতার সঙ্গে লড়াই করে। অনিমেষ যখন পুলিশের অত্যাচারে পঙ্গু, তখন মাধবীলতা আর্থিক দায়ভার নিজের কাঁধে
তুলে নেবার জন্য চাকরি করে পারিবারিক দায়িত্ব পালন করেছে। প্রকৃতপক্ষে মাধবীলতার গভীরতার পরিমাপ অনিমেষ ও কখনো করতে পারেনি। রাজনৈতিক আদর্শে অবিচল থেকে সে মাধবীলতা কে উপহার দিয়েছে একাকীত্ব ও অসম্মান। পরিবর্তে মাধবীলতা তাকে দিয়েছে নির্ভরতা। অনিমেষের ভেতরে আবেগ ছিল কিন্তু মায়া ছিল না। মাধবীলতা তাই তার আবেগ,কিন্তু মায়া নয়। মাধবীলতা তা অনুভব করেছে কিন্তু অনিমেষ কে ছেড়ে যায়নি। স্বচ্ছল পরিবারে বেড়ে ওঠা মাধবীলতা অনিমেষের জন্য ঘর ভাড়া নিয়েছে বস্তিতে, যেখানে অজস্র নোংরামো আর অশিক্ষার অন্ধকার। অপরিসীম গ্লানি নিয়ে সে জীবনের সঙ্গে লড়াই করেছে তার সহজাত পবিত্রতা ও ব্যক্তিত্ব নিয়ে। মাধবীলতা অনন্যা। 
 
=======================

শর্বরী চৌধুরী 
যাদব সরকার রোড, বৈকুন্ঠপুর 
পোস্ট-রাজপুর,কলকাতা-৭০০১৪৯


No comments:

Post a Comment