কবিতা ।। পুরুষ তুমি ।। তরুণ মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। পুরুষ তুমি ।। তরুণ মান্না

  

পুরুষ তুমি 

   তরুণ মান্না


   তুমি রোজ রাত ক'রে বাড়ি ফেরো
   সে কোনো দোষের কথা নয়
   তুমি তো আর পাখি নও
   সন্ধ্যে নামলেই নীড়ে ফেরার
   আকুলতা জেগে উঠবে ডানায়
   তুমি পুরুষ, এ তোমার অধিকার ।

   তুমি রোজ ড্রিংক ক'রে বাড়ি ফেরো
   সে কোনো দোষের কথা নয় 
   সংসার-সমুদ্র মন্থনের হলাহল
   কণ্ঠ থেকে নামাতে
   সুরামৃতের দরকার, তা মানি
   তুমি পুরুষ, এ তোমার জন্মগত অধিকার ।

   তোমার পোশাকে লিপস্টিকের দাগ
   সে কোনো দোষের কথা নয় 
   আগুন দেখে পতঙ্গ যদি ঝাঁপ দেয় 
   আগুনের কী দোষ তাতে
   দাহিকাশক্তি না থাকলে কীসের আগুন?
   তুমি পুরুষ, এসব তোমায় মানায়।

   তুমি নগ্ন হয়ে বাথরুম থেকে বের হও
   সে কোনো দোষের কথা নয় 
   একা ঘরে বাবাই ঘুমিয়ে থাকে 
   হঠাৎ যদি ঘুম ভেঙে যায় তার
   তুমি যেন লজ্জা পেয়ো না
   তুমি পুরুষ, তোমায় সব মানায়।
 
   ------------------------------
 
   Tarun Manna.
   Vill-Khandalia. 
   P.O.-Kalatalahat. 
   Via-Falta. 
   PIN-743504. 
   Dist-South 24Parganas.

No comments:

Post a Comment