অনির্ণেয় খেলা
সঞ্জয় বন্দোপাধ্যায়
'বন্ধুত্ব' শব্দটিকে কেন্দ্র করে
যেসমস্ত কবিতাবৃত্ত জন্ম নেয় তার
পরিধিবরাবর অবধারিতভাবে
ঝিমঘুমে থাকে কয়েকটি
নিরীহ গ্রীটিংসকার্ড,
আর
শীতঘুম থেকে জেগে ওঠে
বেশরমরঙ কমলালেবুরা,
ফুরন্ত রোদের ভিতর
বাদামী পাতার ভীড়ে
চলে
বিড়ালের অনির্ণেয় খেলা ...
====================
Sanjay Bandyopadhyay
31, B.G.Rd, srirampore, hooghly
Pin 712203
W.Bengal
No comments:
Post a Comment