কবিতা ।। অপরাজিতা ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। অপরাজিতা ।। জয়শ্রী সরকার

অপরাজিতা

জয়শ্রী সরকার


ওরে, তুই যেন ঈশ্বরের বাগানে ফুটে থাকা নীল অপরাজিতা !
তবু, সন্ধ্যে হলেই তোকে হাজিরা দিতে হয়
নিষিদ্ধ পল্লীর আলো-আঁধারে ঘেরা রহস্যময় দরজায়,
যেখানে সারারাত ধরে তোর মুকুলিত স্বপ্নেরা
মাথা কুটে মরে......
এমনি করেই শহরের রাজপথে
সর্বাঙ্গে ত্রিফলা আলোর মায়াকাজল মেখে
তোকে গন্তব্যে পৌঁছাতে হয় অপরাজিতা, শরীরী সমর্পণে।
সারাবছর যারা কাটমানি খায় এই অবৈধ যাপনে
ধড়পাকড় হলে তারাই তুলে দেয় তোকে পুলিশভ্যানে।

সময় বদলায়, তবু সমানে চলে এই ধারাবাহিকতা
তর-তম ভেদে,
এ যেন অস্তিত্ব রক্ষার আরও এক অন্তর্মুখী লড়াই !
যুদ্ধ রাজায় রাজায়, তবু বলি হতে হ'লো 
মধ্য-চল্লিশ তোর নিপাট-নিরীহ বাবাকে !
সেই থেকে পাঁচ পাঁচটা করুণ মুখে হাসি ফোটাতে
সংসারের জোয়ালটা কাঁধে তুলে নিয়েছিস
নিজের রঙিন স্বপ্নকে বন্ধক রেখে কষ্টের টেরাকোটায় !
তুই তো অপরাজিতা ! হ্যাঁ, তুই। তুই। তুই-ই অপরাজিতা !
 
**************************
 

 
জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ -- ৭২১৩০৬




No comments:

Post a Comment