কবিতা ।। নারী, তোমাকে ।। অমিয়কুমার সেনগুপ্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। নারী, তোমাকে ।। অমিয়কুমার সেনগুপ্ত

 

নারী, তোমাকে

অমিয়কুমার সেনগুপ্ত


তুমি সেই নারী, ভীষণ অলস, জীবন-কাননে বন্দি
হয়েও কেমন দুরাচারিতার আপসে করেছ ফন্দি। 
জীবন-যাতনা যে জন বোঝে না, তার হতে হবে সঙ্গী! 
এই জগতের বিরল বিকাশ তোমার অঙ্গভঙ্গি। 

তুমি এসেছিলে কখনো এখানে, হয়েছিল আদৌ সখ্য! 
অথচ আমার জীবনের মূলে বেঁধেছিল গাছ ঐক্য। 
এই তো সেদিন আগাছার নিচে মূর্খের মতো সন্ধি
করেছি বলেই শত্রু হয়েছি, অবারিত প্রতিদ্বন্দ্বী। 

তুমি সেই নারী, বিলাসে-ব্যসনে অনভিপ্রেত দৃষ্টি
জীবনের মাটি উর্বর করে? দিশাহারা অনাসৃষ্টি। 
ক্ষণ জীবনের এই ঝটিকায় দেবতাও হন ক্রুদ্ধ! 
তথাপি শুধুই সংঘাতময় মরণ অবধি যুদ্ধ। 

এই তো তোমার নারীর লালিমা, কালিমার ক্রুর মূর্তি। 
এ যেন আমার হীরক দীপ্তি, শতায়ুবলয় পূর্তি। 
জলের আকাশে মরুঝড়, আহা মায়াবী কুমারী কন্যা
প্রেমস্রোত  নয়, অকালে ডেকেছ নাশকতামুখি বন্যা। 

আজ ফিরে যাই ভাঙা সেই নীড়ে, অবায়ুতে শ্বাসকষ্ট। 
কোনোখানে নেই পথের আঁকন, তবু নই পথভ্রষ্ট। 
তুমি যা দিয়েছ, ফিরিয়ে দিয়েছি, হয়েছি স্বয়ংসিদ্ধ
তুমি সেই নারী যৌবনে যাকে করে দিলে প্রায়বৃদ্ধ। 
***
অমিয়কুমার সেনগুপ্ত
হুচুকপাড়া বাই লেন
পুরুলিয়া ৭২৩১০১। 
ফোন + হো. অ্যাপ : ৯৪৩৪০০৯৭৪১। 

No comments:

Post a Comment