Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

গল্প ।। বড়বউ ।। অনন্যা ঘোষাল মুখার্জি

 

বড়বউ 

অনন্যা ঘোষাল মুখার্জি

 
ভোরের আলো ফোটার আগেই সাজাতে হয় সারা দিনের খুঁটিনাটি। শুরুতে এলার্ম লাগত। কয়েক বছরে এই জাগরণ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মাঠাকুমা কে লাবণ্য দেখেছে, হরিনাম করে শয্যা ত্যাগ করতে।বাসি কাপড় ছেড়ে, স্নান সেরে, তুলসী তলায় ধূপ দেখিয়ে রবি প্রণাম করে দিন শুরু করা।রবি প্রণাম লাবণ্য র দিন ও শুরু করত ছোট বেলায়। তবে এ রবি ফ্রেমে আটকা কবিগুরু। এই সাধকের পরশমণি ছুঁইয়ে ই তার প্রাণ জাগরণ; গানে গানে, কবিতা ও উপন্যাসে। বাবা বিয়ে ও দিয়েছিলেন দত্ত বাড়িতে, রবীন্দ্র- ভাবধারার ধারক এই পরিবার; এমন সুনাম দেখে। নিজের প্রাণ কে হাত ধরে অন্যের হাতে সমর্পণ করতে সব কন্যা র মা বাবা র ই কষ্ট; তাই যতটা সম্ভব একরকম পরিবেশ নির্বাচনের চেষ্টা ছিল লাবণ্যের বাবার।কিন্তু আদরের সন্তানটি যে সেই ভাবধারায় বয়ে যাবে, এমন আশা বোধহয় সব বাবা মা র মতো, এনারা ও করেননি।
প্রথম পাঠ শুরু হয় প্রথম রাতেই। স্বামী স্ত্রী র কথা বাইরে যেতে নেই, শ্বশুর বাড়ির কথা পাঁচ কান করতে নেই। শ্বশুর বাড়ির সকলের ছোটবেলা র গল্প চায়ের সাথে টায়ের মত হা করে শোনাটা দস্তুর। কিন্তু নিজের কথা বলতে গেলেই, পরবর্তী পাঠ শুরু হয়। বাপের বাড়ির শিক্ষা কাঠগড়ায় ওঠে। যে বিদ্যালয়ে র যে রীতি। মা লক্ষ্মীর পাঁচালী পড়ে বড় হওয়া মেয়ের, তাই প্রমাণ দিতে কষ্ট হয় না যে দত্ত বাড়ির বড় বউ লক্ষ্মীমন্ত। পরিবেশ ধীরে ধীরে প্রতিবাদের ভাষা কেড়ে নেয়। শিকড়-উপরোন চারাগাছ টা ঝুল-বারান্দার মানিপ্লান্ট হয়ে, দত্ত বাড়িতে টিকে যায়। স্নানঘরে রবির  গান,বাড়ির  রবীন্দ্র- নজরুল জয়ন্তী তে কোন ছেদ পূরণ করতে আবৃত্তির সুযোগের সদ্ব্যবহার করে চলাই লাবণ্যের কাছে অনেক পাওয়া। বৃদ্ধ বাবা মা আজও যখন আকাশবাণীর কলকাতা ক চালিয়ে মেয়েকে ফোন করে, লাবণ্য বলতে পারে না, " বাবা, আমি কতদিন এভাবে শুনতে পাই নি- আমার প্রাণের ঠাকুরের গান; গলা ছেড়ে গাইতে পারি নি, আমি যে তোমাদের ভাল  মেয়ে, এখন ভাল বাড়ির বড়বউ।"
বড় বউয়ের অনেক দায়িত্ব। শাশুড়ি ওঠার আগেই উনুন ধরান। আগের দিনের রোদে দেওয়া ঘুটে গুলো সুন্দর করে সাজানো। কিছু গুলকয়লা তার মধ্যে দিয়ে জ্বালিয়ে দেওয়া, .....পেটের আগুন নেভানোর আগুন। কিন্তু মনের আগুন নেভানোর আগুন খুঁজে পায় না সে। রিমঝিম যে সবে এগারো য় পা, ঝুমকো পনেরো। 
পনেরো বছরের রান্না ঘরের মশলার গন্ধ টা আজ যেন কেমন বাসি লাগে। চাল ছাড়ার গরম জল টা পনেরো বছর ধরে আজ ও ফোটে কয়লার উনুনে। 
নতুন রান্না ঘরে গ্যাসে চেপেছে কপি ও বড়ি দিয়ে টাটকা চারাপনার ঝোল; ঠাকুরপো খেয়ে অফিস যাবে। সব ছোটরা খেয়ে স্কুল যাবে। দুপুরে শাশুড়ি আর লাবণ্য খাবে, যেমন অবশিষ্ট থাকবে। কিন্তু নিরামিষ চুলার দায়িত্ব শাশুড়িমা লাবণ্য ছাড়া আর কারো কেই ভরসা করতে পারেন নি। কলাপাতায় মুলোর পাতুরি কয়লার উনুনে জমে ভাল। শ্বশুর মশাই গত হওয়ার পর, এখন এসব রান্না বড়বউ করে পালাপার্বণে, বিশেষ করে যখন বিদেশ থেকে বড় ননদ আসে। তখন সপরিবারে চলে আসে বাকি তিন ননদও। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কবিতায় ভরে ওঠে লাবণ্যের সংসার। ঝুমকো পিসিমণিদের সাথে গলা মেলায়। রিমঝিম তালে তালে পা ফেলে। ঠাকুর পো উদাত্ত কন্ঠে গেয়ে ওঠে "আজি যত তারা তব আকাশে, .." হাজির হয় পাড়ার ভাসুর, দেওর,জেঠিমা কাকিমারা। চায়ের কেটলি র পর কেটলি চড়ে নিরামিষ উনুনে। আকাশের তারা গুনতে গিয়ে,... হিসেবে ভুল হয় লাবণ্যের। আগুনের পরশে দুর্গা আজ ঘোর অমাবস্যার ঈশ্বরী। কালো আকাশের সাদা তারার মত, সিঁথি র দুধারের পাকা চুলগুলো আর হিসেবে আসে না। কর্তা হেসে বলে, " তুমি তো আমার থেকে বুড়িয়ে গেলে"। 
রাতের অন্ধকারে, দিনের শেষে যখন মেয়েদুটোর মাঝে নিজের জায়গাটুকু খুঁজে পায়, তখন "শেষের কবিতা " য় হাত বুলিয়ে লাবণ্য হাসে; ...বুড়িয়ে গেলেও, ফুরিয়ে যায়নি -ভালো মেয়ে-ভাল বউ। শব্দ হারালেও,মন মন্দিরে আজ ও রবির সুরের মূর্ছনা। তাই দিয়ে ই সকলকে ভাল রাখার আপ্রাণ প্রচেষ্টা। ক্লান্তির ছোঁয়ায় চোখ বুজে আসে। দুই মেয়ের হাত দুটো ধরে, ডুবে যায় অনন্ত সুখ স্পর্শে। 
ঠাকুমা ঠিকই বলত, 
" সুখ স্বপনে,
   শান্তি শ্মশানে। "
 
====================
ডাঃ অনন্যা ঘোষাল মুখার্জি
আসানসোল, পঃবর্ধমান।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩