কবিতা ।। খুঁজি ।। রশ্মিতা দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। খুঁজি ।। রশ্মিতা দাস

খুঁজি

রশ্মিতা দাস


হাজারো মুখোশ সাজানো এই জীবন মেলার তটে,
আমি শুধুই "মুখ" এর খোঁজে ফিরি অলীক ঘাটে।
চাকচিক্যের সবুজ জরি ধরণী জুড়ে ছাওয়া,
আমি শুধুই খুঁজি ক্লোরোফিল,ঢুঁড়ে দখিনা হাওয়া।
পিচ ঢালা এই সড়ক জুড়ে বৈভবের উৎসবে,
আমি শুধুই মাটি খুঁজি নিশ্চুপে...নীরবে...
স্বার্থের তবকে মোড়া চিকন হাসির ভীড়ে,
আমি শুধুই কলিজা খুঁজি গহীন আঁখি-নীড়ে...
রূপের রঙিন কম্র পাত্র পথের দুধারে সাজে,
আমি তৃষ্ণায় ঝরনা-পানি খুঁজি বারিষে ভিজে।
কংক্রিটের এই জীবন গাঁথায় হৃদয় ভেজে রক্তে,
আমি শুধুই খুঁজি ঔষধ রক্তের ধারা রুখতে।
ঝুটোমুক্তোর মালা হাতে দাঁড়িয়ে সাগর পারে,
আউল বাউল ক্ষ্যাপার মতো ঢেউএর এ দরবারে
খুঁজে চলি শুভ্র মুক্তো শিলায় লুকিয়ে রোদন,
"ক্ষত" য় লিখে জীবন গাঁথা খুঁজি প্রাণের বোধন...

No comments:

Post a Comment