কবিতা ।। নারীর বাঁধন ।। সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। নারীর বাঁধন ।। সুনন্দ মন্ডল

 

নারীর বাঁধন 

     সুনন্দ মন্ডল


নারী মানেই শক্তিরূপেণ
জগত মাতার ছায়া।
সৃষ্টিশীলা কর্মনিপুনা
হৃদয় জুড়ে মায়া।

পুরুষ পায়ে ছন্দ মেলায়
জীবন গাঙে নামা-ওঠা।
দুঃখ সুখকে সাথী করে
বয়ে যায় সংসারের বৈঠা।

হাজার বাধা কিংবা ব্যস্ততা
তুচ্ছ মাত্র সন্তান খেয়ালে।
সব কাজ দূরে এক নিমেষ
আদর স্নেহ মাখে ব্যথা ভুলে।

ও-যুগ এ-যুগ সবই এক
মায়ের জাতের কাছে।
নারী আত্মা, নারী অর্ধ
অর্ধ পুরুষ মাঝে।

আপন মনের মাধুরী মিশিয়ে
জগৎ করে শান্ত।
একটু সুযোগ পেলেই তারা
করবে জয় শত।

নেই পিছিয়ে আজকে তারা
দুর্বল নয় জেনো।
ভালোবাসায় বাঁধতে পারে
অদৃশ্য মায়ায় যেন।
 
===============

সুনন্দ মন্ডল
কাঠিয়া, পাইকর, বীরভূম


No comments:

Post a Comment