Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

ছড়া ।। ব্যাডমিন্টনের তারা- সাইনা নেওয়াল ।। আনন্দ বক্সী

 

ব্যাডমিন্টনের তারা- সাইনা নেওয়াল 

আনন্দ বক্সী


মেয়ে হয়েছে বলে যাঁর ঠাম্মা হন ক্ষুন্ন 
বড় হয়ে সে মেয়েটাই ধরেন রূপ অন্য। 
মেয়েরাও পারে দেখিয়ে দেন তার নমুনা রেখে 
কোন অংশে কম নয় সে পুরুষদের থেকে।
হরিয়ানাতে জন্ম তাঁর হিন্দু-জাঠ জাতি 
ব্যাডমিন্টন খেলে খ্যাতি করেন রাতারাতি।
মা'র ইচ্ছা করতে পূরণ র‌্যাকেট নেন হাতে 
দেশবিদেশ তাঁর খেলাতে সদানন্দ মাতে।
ক্যারাটেটাও শেখেন তিনি বাড়াতে মনোবল 
চন্দ্রাংশু বোনটি তাঁর খেলেন ভলিবল। 
হরবীর সিং জনক তাঁর জননী উষারাণি 
সাইনা নেওয়াল নামেই আমরা তাঁকে জানি।

ছোট থেকেই বাড়িতে ছিল খেলার পরিবেশ 
তিনিও সেই একই পথে করলেন প্রবেশ। 
পিতামাতা উৎসাহ দেন তাঁর চলার পথে 
পিএফের টাকাও ঢালেন তুলতে জয়রথে।
শিশু বয়সে তালিম নেন ননী প্রসাদ-কাছে
আজও সেই শিক্ষা তাঁর সতেজ হয়ে আছে। 
আরিফ স্যারের কাছেও যে শেখেন কিছুদিন 
ভোলেননি যে আজও তিনি তাঁদের সেই ঋণ।
হায়দ্রাবাদ চলে এলেন পরবর্তী কালে 
গোপীর অ্যাকাডেমিতে যান উঠতে মগডালে।
সেখান থেকে উড়লো তাঁর স্বপ্নের উড়ান 
চোখ ধাঁধানো খেলা দেখিয়ে সুখ্যাতি কুড়ান। 
মাজাঘষা করার পর বেরোলো জৌলুস 
তাঁর খেলার ভক্ত হলো বিশ্বের মানুষ। 
সৃষ্টি হলো তাঁর খেলাতে সুরের মূর্ছনা 
মোহিত হয়ে বিশ্ববাসী করলো বন্দনা।
ড্রপশর্টের কারিকুরিতে চেনান তাঁর জাত 
ফোরহ্যান্ডে বিপক্ষকে করেন কুপোকাত। 
ব্যাকহ্যান্ডেও রয়েছে তাঁর বেশ নিয়ন্ত্রণ 
নয়নাভিরাম খেলা দেখিয়ে ভরিয়ে দেন মন। 

ফিলি' ওপেনে নামেন তিনি ছিয়াশি র‌্যাঙ্কিং এ 
অবাক করে দেন সবারে চ্যাম্পিয়ান হয়ে।
ষোড়শ বর্ষীয়া রূপে এই ট্রফি সে পান 
এশিয়া থেকে তিনি প্রথম এ কান্ড ঘটান। 

তিন-তিনবার অংশ নেন তিনি অলিম্পিকে 
দ্বিতীয়বারেই গলায় ঝোলান ব্রোঞ্জ পদকটিকে।
সমসংখ্যকবার নেমে কমনওয়েল্থে 
দুই সোনা ও একটি ব্রোঞ্জ জেতান ভারতকে।

পর্যটন ভালোবাসেন মা'র রান্না প্রিয় 
কোন কিছুর সাথেই যে নয় তা তুলনীয়।
শাহরুখের ভক্ত তিনি, প্রাণের অভিনেতা 
বিজ্ঞাপন জগতেও তিনি যে পরিচিতা।

বিশ্ব র‌্যাঙ্কিং এ তিনি শীর্ষে পৌঁছান 
প্রথম ভারত-নারী রূপে পান এ সম্মান। 
প্রকাশ পাড়ুকনের পরে দ্বিতীয় ভারতীয় 
খেলোয়াড় হিসাবে তিনি সত্য স্মরণীয়।


Vill-Beliadanga,P.o-Dakshin Barasat, P.s-Jaynagar, Dist-South 24 Parganas,Pin-743372. 



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল