কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। সুশান্ত সেন

কবিতা

সুশান্ত সেন

কোবতে লেখা সহজ নয় ত মোটে
কল্পনা নেই। কি নিয়ে সে ছোটে!
ছুটবে কেন? সে কি রেসের ঘোড়া
বাজি জেতার তার নেই কি জোড়া?
বাজি?  সে ত কালি পুজোয় ফাটে
ভয় পাই যে দাঁড়িয়ে চৌকাঠে।
চৌকাঠ টা বেজায় বড় বাঁধা
পেরিয়ে যাওয়া বেজায় শক্ত, দাদা!
অন্বেষণে বিরাট বিকট শব্দ
কোবতে খানা তাতেই হবে জব্দ।
 
============

সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০




No comments:

Post a Comment