একুশ শতকের নারী ।। অভিজিৎ দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

একুশ শতকের নারী ।। অভিজিৎ দত্ত

একুশ শতকের নারী 

অভিজিৎ দত্ত 

 
একবিংশ শতকের নারী 
তোমায় আমি কুর্নিশ করি।
জলে,স্হলে, অন্তরীক্ষে 
সর্বত্র তোমার প্রতিভার 
স্বাক্ষর রেখেছো তুমি।

কে বলে নারী অবহেলার পাএ 
উপযুক্ত প্রশিক্ষণ পেলে 
নারীরাও হতে পারে 
যে কোন কাজের যোগ্য। 

পুরুষ শাসিত সমাজে
অনেক চেষ্টা হয়েছে 
নারীকে দমিয়ে রাখার 
কিন্ত সব বাধা তুচ্ছ করে 
আজ নারীর বিজয় পতাকা 
উড়ছে আকাশ থেকে সাগরে।

নারী বলে অবহেলা,অত‍্যাচার 
বৈষম্যের দিন আজকে শেষ 
একুশ শতকে নারীরা উঠেছে জেগে
তার আপন তেজে 
নারীর প্রতিভার কাছে 
আজ একবিংশ শতকে
সবাই শ্রদ্ধায় মাথা নামিয়েছে। 

নারী নয় অবলা, তারাও বীরাঙ্গনা
রাণী দুর্গাবতী, রাণী লক্ষীবাঈরা 
প্রমাণ করেছে যুদ্ধক্ষেত্রে ।



No comments:

Post a Comment