Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

পিয়ালী বসাক : অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়ী প্রথম বাঙালী নারী ।। সুইটি রায়





পিয়ালী বসাক : অক্সিজেন ছাড়াই ৮৮৪৮ মিটারে প্রথম বাঙালী নারী

সুইটি রায়

 

 
 
নারীশক্তিকে বলা হয় আদ্যাশক্তি। নারী যেমন প্রেয়সী, তেমনি জননী আবার সেই নারীই মা চন্ডী। এখন নারী রা ঘরে বাইরে সর্বত্র সমান ভাবে দক্ষতা ও বুদ্ধি মত্তার পরিচয় দিয়েছে।   

    আমি নারী
আমি সব পারি
আমি রাজ্য চালাই দেশ ও চালাই
বিশ্বটাকে এগিয়ে দিতে মহাকাশে দিই পারি
আমি দুঃসাহসী নারী
আমি তরোয়াল হাতে যুদ্ধ করেছি
হিমালয়ের চূড়ায় উঠেছি। 

     হ্যাঁ সত্যিই সত্যি এক বাঙালী নারী অক্সিজেন ছাড়াই তার জয়ের ধ্বজা হিমালয়ে স্থাপন করেছেন। চন্দননগরের বাসিন্দা পিয়ালী বসাকের অনেক অভাবের মধ্যেই বড়ো হয়ে ওঠার গল্প। বাবা শয্যাশায়ী। মা কে নিয়ে জীবন যুদ্ধের পথে যখনই সে পাহাড়ের নাম শুনেছে ছুটে ছুটে গেছে। পারিবারিক আর্থিক অবনতির কারণে পর্বত আরোহণের স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে এই আশঙ্কায় বাড়ি থেকে নেপালে পাড়ি দেয়। চন্দননগরের বাসিন্দা পিয়ালী অঙ্ক নিয়ে স্নাতক পাশ করে। এখন এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা। পিয়ালী যেমন মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট তেমনি আইস স্কেটিংয়েও নজর কেড়েছেন। 
         দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে ২০০৮ সালে পর্বত আরোহণে বেসিক কোর্স করে। ২০১০ সালে আ্যডভ্যান্স কোর্স করে। 
ক্রাউডফান্ডিং-এর টাকা একটু একটু করে ভরসা জুগিয়েছিল পিয়ালীকে। তারপরও স্বপ্ন ছোঁয়া হয়নি।। পরিস্থিতি প্রতিকূল থাকায় এভারেস্টের শিখরের ৪৫০ মিটারের নিচ থেকে সমতলে ফিরে আসতে হয়ে। নিজেকে আবার প্রস্তুত করে আবার এগিয়ে যায। এবার জয় নিশ্চিত। 
 

        গত মার্চ মাসে চন্দননগর থেকে এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেন। স্বপ্ন পূরণ হয়ে মে মাসে সকালে এবং তার সাথেই পিয়ালী প্রথম বাঙালী কন্যা হিসেবে অক্সিজেন ছাড়াই বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড বইয়ে নাম নথিভুক্ত করে। গত বছর সেপ্টেম্বরেই প্রথম বাঙালী ও দেশের প্রথম অসামরিক ভারতীয় হিসেবে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু জয় করেন। 
        এখন পিয়ালী র অভিজ্ঞতার ঝুলিতে অমরনাথ থেকে মানসুল, ধৌলগিরি জয়। মুলকিলা ১০ মাউন্ট এর মতো শৃঙ্গ জয় করেন। 
        চন্দননগরের পর্বত আরোহী পিয়ালীর পরবর্তী অভিযান মাকালু ও অন্নপূর্ণা জয় করা। 
এখনকার দুর্গারা হেরে যাওয়াকে শেষ ভাবে না বরং ঘুরে দাড়িয়ে জিততে জানে। 
        DVC (দমোদরভ্যালি করপোরেশন) -এর পক্ষ থেকে বাংলা পর্বতারোহী মিস পিয়ালী বসাককে কোলকাতায় DVCর সদর দপ্তর-এ (ডি ভি সি টাওয়ার্স) সম্বর্ধনা দেওয়া হয়েছে। 
 
 
        আমরা সকলেই আশা করি যেন এই বঙ্গ তনয়া যেন ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করেন। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস গোটা বিশ্বে পালিত হয়। তাই এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এমন নারী সম্পর্কে সকলের কাছে উপস্থাপন করা উচিত। 
        এখন প্রত্যক নারীর মধ্যেই আছে হিমালয়া কন্যা পার্বতী। যে অশুভ শক্তির বিনাশ করে। বারবার এই পৃথিবীতে সুখ শান্তি ফিরিয়েছেন। নারী এখন যেমন  মা দূর্গা তেমনি সীতা। ধৈর্য্য আত্মসম্মান ও বিচক্ষণতার সাথে মানুষের মনে প্রেরণা জুগিয়েছে।    


 ==========
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল