কবিতা ।। স্মৃতির সরণি বেয়ে ।। প্রবোধ কুমার মৃধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। স্মৃতির সরণি বেয়ে ।। প্রবোধ কুমার মৃধা

স্মৃতির সরণি বেয়ে

 প্রবোধ কুমার মৃধা


স্মৃতির সরণি বেয়ে ভেসে আসে কত দৃশ্যপট।
   অতীতের ফেলে আসা পথের পাঁচালী।
দীর্ঘ জীবন -পথে , ঘটনার ঘনঘটা, উত্থান -পতন!
                   সুখ- দুঃখ, রাগ -অনুরাগ- ‌
        আশা-নিরাশায় পৃক্ত  আনন্দ- বেদনা।
          একদা জীবন ছিল তরঙ্গ মুখর - 
     ছিল জোয়ার - ভাঁটার আনাগোনা ।
  তার পর কবে যেন নিঃশব্দ চরণে - 
                   দেখা দিল বালিয়াড়ি ,
তরঙ্গ বিহীন    জীবন শেষের এই বালুকা বেলায় ! 
     শান্তির ঠিকানা খোঁজে শ্রান্ত এ- হৃদয়।
     স্মৃতি ! শুধু স্মৃতি, আর স্মৃতির সম্ভার ! 
                মানস- মুকুরে ফেলে ছায়া - 
                        জেগে ওঠে বারে বারে,
       আনন্দ উৎসব অন্তে বিষণ্ণ অঙ্গন  সম
                                পরিত্যক্ত জীবনের চর।
                           __________

No comments:

Post a Comment