নাড়ি ও নারী
অঞ্জলি দেনন্দী, মম
আদর্শ নারী।
বঙ্গে বাড়ী।
পরণে শাড়ী।
খুব ভালো সংসারী।
কেটে নাড়ি
জন্ম নেয় নি সন্তান তারই।
তাই সে দুঃখী ভারী।
সন্তানেচ্ছায় নিত্য ব্রতধারী।
পঞ্চাশ বছর বয়সে এসে
জননী হল সে অবশেষে।
কোলে নিয়ে শিশু কন্যারে
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে
নীরবে শুধুই হেসে হেসে হেসে।
বুকে করে আগলে রাখে
আদরিণী মেয়ে "সুধন্যারে"।
পিতা, মাতার মন গেল ভেসে
পেয়ে কন্যানন্দ জোয়ার, বন্যারে।
"সুধন্যা", "সুধন্যা", গাল ভরে ডাকে।
নয়নমণি করে রাখে তাকে।
মেয়েটি যে তাদের বড়ই অমূল্য।
সম্পদ সেরা, অতুল্য।
তাকে পেয়ে মা, বাবা অতি প্রফুল্ল।
নারীর তো নাড়ি কাটা ধন।
সে কন্যা যে চির আপনজন।
===========
অঞ্জলি দেনন্দী
পি ১১৪
পি এক্সটেনশন
মোহন গার্ডেন
উত্তমনগর
দিল্লী - ১১০০৫৯
No comments:
Post a Comment