Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা ।। কাইতিনের হাট ।। অনিন্দ্য পাল

কাইতিনের হাট  

অনিন্দ্য পাল 


সবুজ বটতলা 
ছুঁয়ে আছে পুকুরের মেদ 
এখনও,  
দু-এক পা এগিয়ে যেখানে তিনটে মাথার মিল 
সেখানে এখন অতীত অমিল, 
অথচ সেখানে ছিল ঘুনসিবেলায় 
রমরমা শীত, আনন্দমেলায়... 

অনেক ছোট তখন 
চিনি না লিঙ্গভেদ, জাত-বেজাত 
বুঝি না লোকসান - লাভ , মন-আঘাত 
গাঢ় চোখে খুঁজিনা বিপরীত অন্তর-বাস 
রাতে ভয় পাওয়া তখন স্বভাব, 

জানি না তখনও অন্ধকারেরও আছে শরীর 
বুঝি না বড়লোক কি? 
মরা-গরীব সেই তখন থেকেই দেখেছি মাঙন, 
উপবাস 
দেখেছি গ্রামের কাইতিন হাট , 
মাঘ-ফাল্গুন মাস পূর্ণিমাতিথী 
বৃহস্পতি রবিবারের সদ্য বিকেলে 
গুচ্ছের লোক, 
ধানের পালিতে মেপে মুড়ি-মুড়কি 
বেগুনি, চপ, পাঁপড়, ফুলুরি আরো কতকি 
ছেঁড়া ত্রিপলের নীচে ঝাঁকবাঁধা পরিযায়ী
 হাঁড়ি কলসি রান্নাবাটি দোকানপাট পোড়ামাটি 
কুমোরের পনে পোড়া লাল মাটির খনখনে শব্দে
ভেঙে যেত কাঁচা ঘুম, দুপুরে নিঃশব্দে 
আসলে ঘুমটা ভাঙতেই চাইতো 
দুষ্টু স্বপ্ন গুলো আঁচড় কাটতো 
দুদ্দাড় উঠে পড়ে বায়না রঙীন 
এরপর কঠিন কাজ, হপ্তায় দুদিন 
ঘুমন্ত বাবার গাঁট কেটে 
অবিরাম ঘ্যান ঘ্যান কেঁদে কেটে 
একটা সিকি বা আধুলি নিতান্ত মেরেকেটে 
মান অভিমানের ছোট্ট সেই সব সিন 
পৌষ - মাঘ জুড়ে হপ্তায় দুদিন, 

তারপর পেরিয়ে এসেছি সময় 
কৈশোর যৌবন 
মাঠের সেই একচিলতে ঘাস মাটি 
গাজি সাহেবের থান, কাইতিন পুকুরের শান 
এখন শুনশান ...
এ প্রজন্ম শপিং মল আর মোবাইলে বাঁচে 
কুমোরের চাকে ইতিহাস আর প্রেতাত্মা নাচে ,
হাট মরে গেছে, সভ্যতার ফাঁসে 
নিষ্প্রাণ শুয়ে আছে হাজতের থান ,

এখন আমি বাবা 
সর্ব শরীরে কেটে বসে আছে স্মার্ট ফোনের থাবা 
ঘরের অবসরে, সোস্যাল মিডিয়া জুড়ে 
অবিরাম সামাজিক 
আমাদের ছেলেমেয়ে ট্যাব, ল্যাপটপ নিয়ে 
বেড়ে ওঠে, বড় হয়, অতি আধুনিক 

এ চাঁদের হাটে 
সব অন্যরকম কাটে 
দেনা পাওনা আমদানি আর ভবিষ্যৎ
পড়ন্ত বিকেলে, একটু একা হলে 
দৃষ্টি আছড়ে পড়ে, সেই হাটের কঙ্কালে 
সেই বটগাছ ,সেই ঘাস মাঠ
আমার ছেলেবেলার সেই জমাটি হাট 
মুছে গেছে সব, কিছু নেই আর, আনন্দ সংসার 

লজ্জায় নুয়ে পড়ে মাথা 
পৃথিবী বদলেছে, এটাই আধুনিকতা 
নতুন ইতিহাস আর লেখা হবেনা 
পুরোনো হলুদ পাতায় 
হাট মরে গেছে, তার যৌবন বেঁচে আছে 
লাজুক ডায়েরির পাতায়। 
=====================



Anindya Paul
Vill-- Jafarpur 
PO-- Champahati 
PIN-- 743330
PS--Sonarpur
DIST--south 24 Parganas 
 west Bengal, India 



 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক