কবিতা ।। একুশ মানেই ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। একুশ মানেই ।। জয়শ্রী সরকার



একুশ মানেই

জয়শ্রী সরকার 


একটি দিনের একুশ তো নয়, একুশ সারাবছর
ভাষাশহিদ দিবস মানেই সত্যি প্রাণের বাসর ।
এই ভাষাতেই কাঁদি-হাসি, প্রাণের পরাগ মাখি
এই ভাষাতেই স্বপ্ন-সুখে দুঃখ-দৈন্য ঢাকি !

বাংলা মায়ের দামাল ছেলে রবীন্দ্র-নজরুল
এই ভাষাতেই আগুন-আলোয় ফোটাচ্ছে যে ফুল।
বাংলা মায়ের প্রাণের ভাষা ভায়ের রক্তে লাল
একুশ মানেই ভাষাশহিদের স্মরণ করার কাল !

একুশ মানেই মনের মাঝে আমরা অকুতোভয়
একুশ মানেই বিজয়োল্লাস, ভাষাশহিদের জয় ।
কোন্ ভাষাতে গাইবো মাগো দেশপ্রেমের গান ?
মুখের ভাষা , বুকের ব্যথা বাংলা আমার প্রাণ !

একুশ মানেই আলোর দিশা নতুন চর্যাগান ,
একুশ মানেই অসীম আকাশ উড়ন্ত এক প্রাণ ।
একুশ মানেই ভোরের আজান, মোহন বাঁশির সুর
একুশ মানেই সন্ধ্যাপ্রদীপ, আনন্দে ভরপুর !

***************************************

জয়শ্রী সরকার, 
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬

No comments:

Post a Comment