কবিতা ।। ভাষাদিবস ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। ভাষাদিবস ।। গোবিন্দ মোদক


ভাষাদিবস

গোবিন্দ মোদক


গাছের আছে নিজের ভাষা 

আছে ভাষা পাখির – 

কীটপতঙ্গের ভাষা আছে 

তাইতো ডাকাডাকির। 


তোমার আমার ভাষা আছে 

মধুর বাংলা বুলি –

যে ভাষাতে কাঁদা হাসা 

কেমনে তা ভুলি! 


এই মাতৃভাষার দাবি নিয়ে 

রাখতে ভাষার মান –

রফিক সালাম আব্দুল জব্বার 

বরকত দিল জান। 


ফেব্রুয়ারির একুশ তারিখ 

বুকের রক্ত-ঋণ –

বাংলা ভাষায় নতুন করে 

শপথ নেওয়ার দিন। 


বাংলা বলো বাংলা শোনো 

মাতৃভাষার জয় –

মাতৃভাষার মতো মধুর

আর কি ভাষা হয়!!


=======================



গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103





No comments:

Post a Comment