মুক্তগদ্য ।। ভালোবাসা আনলিমিটেড ।। বন্দনা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

মুক্তগদ্য ।। ভালোবাসা আনলিমিটেড ।। বন্দনা পাত্র


ভালোবাসা আনলিমিটেড

বন্দনা পাত্র 



মাঘের বিদায়ের সময় হয়েছে। ফাল্গুন বলছে আসছি,আসছি....

গঙ্গার ধারে পড়ন্ত রোদে একলা বসে সময়ের সময় গুনছি।

দূরে এক হলুদ পাখি গাছের ডালে বসে একভাবে ডেকে চলেছে।কেবল বলে, "বৌ কথা কও...,বৌ কথা কও...." 
 
আমি মনে মনে বললাম, আজ মৌনী অমাবস্যা। মৌন থাকি। মনের কথা না--ই -বা বললাম। 

পূর্ণিমা আসতে দেরি আছে। এই যে পূর্ণিমা চলে গেল, ওখানেই ভালোবাসা থমকে গিয়েছিল। 
আবার পূর্ণিমা এলে মাঘী-চাঁদ আমাকে পথ দেখাবে।
রহস্যময় নির্বাক তারারা আকাশে জ্বলবে।

আগামীর ভালোবাসা শুক্রের সুন্দরী প্রেয়সীর অপেক্ষায়। আর আমি সময়ের সমুদ্রে বসে বসে মা গঙ্গার জল ছুঁয়ে বলছি, ওগো ভালোবাসা তুমি কেন অসমাপ্ত?

--কী ভীষণ ঠান্ডা হাওয়া! তার সাথে কথা বলি ফিসফিস করে। ওগো বাতাস তুমি যে বড় শীতল!

ফাগুনের ফুল ফুটে ওঠে শিমুল বনে।পলাশের মালা নিয়ে বসে কে যেন গান গায়।
ভালোবাসা ঘর বাঁধে পলাশের বনে।সেখানেই সমাপ্ত নয় ফাগুনের গান। 
ফিসফিস করে যায় দখিনা বাতাস বসন্ত এলে।তবু  তো বকুল মন সিঁথি রাঙায় লাল আবীরে।
একলা গোধূলির জলে ডুবতেই থাকে সূর্য। রয়ে যায় প্রেম কথা। পরদিন এলে আবার হবে দেখা। এই তো ভালোবাসা।

প্রভাতী সুরে ঘুম ভেঙে চেয়ে দেখি ঐ তো কোকিল। এখনও শীত ঠিক যায়নি। একটু একটু করে শীত যায়, একটু একটু কোকিলের গান, সে তো খুব কম।
ভালোবাসা এই বেলা অসমাপ্ত থেকেই যায়।


No comments:

Post a Comment