কবিতা ।। আমার ভাষা ।। অন্নপূর্ণা দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। আমার ভাষা ।। অন্নপূর্ণা দাস


আমার ভাষা

অন্নপূর্ণা দাস


আমার ভাষা বাংলা 
পরিচিত হয় বাঙালী, 
নবজাগরণ থেকে নতুন দেশ 
এপার থেকে ওপার বাংলাদেশের
বাংলা আর বাঙালী দুই নামে তেই জানি
ধর্ম নিয়ে বিভেদ তবুও বাংলায় কথা বলি। 
মনের ভাব প্রকাশ, আবেগ, উচ্ছাস সবেতেই বাংলা.... 
তবুও কেন....? 
গঙ্গা থেকে পদ্মা বাংলার প্রাণ প্রতিষ্ঠা আজও চলমান... 
২১ থেকে ১৯ দুটি রক্তের বলি, 
অজানা অনেক কথা আজও অস্পষ্ট অদৃশ্য, 
তবুও বাঙালী চলে বাংলাকে সাথে নিয়ে....

No comments:

Post a Comment