কবিতা ।। বিপ্রতীপ হাওয়া ।। দীপঙ্কর সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। বিপ্রতীপ হাওয়া ।। দীপঙ্কর সরকার


বিপ্রতীপ হাওয়া   

দীপঙ্কর সরকার


নিরাপদ দূরত্ব থেকে জয়ের উদ্ভাস। সবটা যায়
না বলা বাতাসেও নড়ে ধর্মের কল। ওজনস্তরে
বিস্তর ফাঁক লৌকিক হাটে ছড়িয়েছে গুজব সকল।
আরও কিছু বাকি থাকে পরস্ব হরণ, সন্নিকটে
আলোর ইশারা। অনুকরণের দায়টুকু ছায়ায় বর্তায়,
এ নহে শ্রুতি নির্ভর। কর্মের ফল প্রকাশ্যে আসে না
সহজে, হিসেবের খাতায় লেখা থাকে অনুশাসনের
তামাম বয়ান।


==================

দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদিয়া ৭৪১২২২


No comments:

Post a Comment