মা আমার মা
সাইফুল ইসলাম
তোমার কোলে জন্ম মাগো
তুমিই প্রথম বুলি,
তোমার কোলে মাথা রেখে
সকল দূঃখ ভুলি।
তোমার কোলে বড় হল
রবীন্দ্র নজরুল
আরও কত মহীয়সী
নেই যাঁর সমতুল।
বাউল সেজে মেঠোপথে
একতারাটি বাজাও
মাঝি হয়ে বৈঠা হাতে
গ্রাম বাংলা সাজাও।
আজও তুমি রঙিন মাগো
শহীদদেরই রক্তে
বিরাজ আছো সগৌরবে
স্বর্ণে গড়া তখতে।
তোমার দিকে চেয়ে মাগো
দেখি বাঁচার আশা
তুমি আমার প্রেমময়ী
আমার বাংলা ভাষা।
-----------------------------
সাইফুল ইসলাম
বর্দ্ধনপাড়া, বীরভূম
No comments:
Post a Comment