কবিতা ।। মাতৃভাষা ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। মাতৃভাষা ।। প্রতীক মিত্র


মাতৃভাষা 

প্রতীক মিত্র

বাংলা মিষ্টি ভাষা, গুষ্ঠির তুষ্টি ভাষা 
ইত্যাদি উগরে উপচে পড়ে যখন নেকুপুষুগিরি
ততক্ষণে আশেপাশে কান পেতে রেখে শুনে… প্রত্যাশা
কোন পথে পালাবে ভেবে লেগে যায় হুড়োহুড়ি।
কেউ কিছু পড়াশোনা করে না আর।
তখনই বাংলার কথা মনে আসে যখন 
বিশেষ প্রয়োজন গলা ভেজাবার।
এ কোন কার্য্য-কারণ?
কিসের ইঙ্গিত? অভিমুখ কোন দিকে থাকে শেষমেশ।
শাপশাপান্ত, গালিগালাজ মায়ের ভাষায়ও জরুরী বেশ;
কিন্তু মাধুর্য্যের কথা উঠলেই চাকা ঘোরে পেছনে।
দোষী কে কোনটাই বা আয়নার দিকে 
যদি মুখোমুখি বসা যায় গোপনে
সংস্কৃতি উড়ে যায় দমকা হাওয়ার মুখে।
তবু মাতৃভাষা যেহেতু অভ্যেসের হেতু আগলে রাখি কিছুটা নীরবতা।
যদি কখনও কিছু সুমধুর বলি, লিখি, শুনি বিশ্রীর সাথে হবে কি সমঝোতা?

===============

প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ










 












































































No comments:

Post a Comment