বাংলা মা
তীর্থঙ্কর সুমিত
একুশ মানে বাংলা ভাষার
রক্ত ঝরা দিন
একুশ মানে বাংলা মায়ের
কাব্য গাথা ঋণ।
একুশ মানে রফিক সালাম
জব্বর - বরকত
একুশ মানে ইতিহাসের
কয়টি মহিরথ।
একুশ মানে বাংলা আমার
বেঁচে থাকার গান
একুশ মানে সবার ঘরে
বাংলার সম্মান।
=============
তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু, হুগলী ৭১২১৩৯
No comments:
Post a Comment