ভাষাদিবসের দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

ভাষাদিবসের দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল


দুটি  ছড়া ।। রথীন পার্থ মণ্ডল 


১. একুশ আর উনিশ


একুশ আছে মনের মাঝে 
একুশ মানে চলা, 
উনিশ নদী বয়েই চলে
মেটায় যত জ্বালা।

একুশের গান দেশ বিদেশে 
হয়ে গানের পাখি, 
উনিশ ভাসে তারার সুরে 
বুকের মাঝে বাকি।

ভাষার রক্তে মাকে পাই 
ভাষাই তার শাড়ি, 
স্নেহের আঁচল লুটিয়ে পড়ে 
সব মানুষের বাড়ি।

নেইকো আগল আকাশ মাঝে 
ভাসে সুরের ধারা, 
একুশ উনিশ একই মেঘে 
ঝরায় বারিধারা।

২. ভাষার জন্য 


ভাষা আমার গাঙের জল 
ভাষা আমার প্রাণের বল 
ভাষার জন্য আকাশ চাই 
ভাষার মাঝেই শান্তি পাই। 

ভাষার জন্য নোবেল আসে 
ভাষার জন্য দেশের পাশে 
ভাষার জন্য সালাম ভাই 
ভাষার জন্য তোমায় চাই। 

ভাষার জন্য দিয়েছি প্রাণ
ভাষার জন্য পেয়েছি মান 
ভাষার জন্য খাটছি যত 
ভাষার জন্য হাঁটছি পথ। 

ভাষার জন্য একুশ জানি
ভাষার জন্য উনিশ মানি
ভাষার জন্য কমলা কানাই
তাঁদের আমি প্রণাম জানাই। 


===============
রথীন পার্থ মণ্ডল 
শশীভূষণ বোস রোড  
রাধানগর পাড়া  
পূর্ব বর্ধমান
৭১৩১০১  

No comments:

Post a Comment