কবিতা ।। বাংলা ভাষা-১ ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। বাংলা ভাষা-১ ।। মাথুর দাস



বাংলা ভাষা-১

মাথুর দাস


ভাষার আশায় হতাশ হয়ে

সে এক বাংলা কবি,

দেশ ছেড়ে দেয় বিশ্ব পাড়ি

আঁকতে  কাব্য-ছবি ।


বিদেশী ভাষার  হরেক ঢেউ,

বাংলা ভাষা বুঝবে কি কেউ?


আশঙ্কাটি মাথায় রেখে

বিদেশ গিয়ে কিন্তু দেখে,

সব দেশেতেই বাংলা ভাষার

চর্চা আছে সবই ।


******************************

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

******************************

No comments:

Post a Comment