কবিতা ।। একটা জীবন নির্দিধায় ।। ছন্দা দাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। একটা জীবন নির্দিধায় ।। ছন্দা দাম

একটা জীবন নির্দিধায়

ছন্দা দাম


আমার সব চাওয়াদের আকাশ ছুঁয়ে তোর নদী,
আমার সব পাওয়াদের মৃত্তিকা মেখে তোর সবুজাবাদি।
ঝনঝনানি সব খুচরো স্বপ্ন আনা দু আনা,
কি জানি কি জমাই বুকে...কষ্ট আর বেদনা।।

আমার সব ভুল অঙ্কের ধারাপাতে গুণের নামতা তুই,
আমার সব কবিতার আলফাজে তুই যে এক স্বপ্নচড়ুই।

জানালায় খড়কুটো উড়ে আসে সুখপাখির ঠোঁটে,
খুঁটেখুঁটে রোদসকালের বাঁধন কিনি হৃদয় নিয়ে করপুটে।
আমার নূপুরের রিনিঝিনি বাজে তোর ছোঁয়াচে সুরে,
বোজা চোখে তোকে ছুঁতে চায় ইচ্ছে আমার ভবঘুরে।।

সব কথাদের কথা হতে না পারা বড্ড আমায় কাঁদায়,
কথাহীন কথার দীর্ঘশ্বাস গোধূলির কুসুম সন্ধ্যায়।

আমার সব টুকরো টুকরো তুই জড়ো করি বসন্ত সুধায়, 
 সব আমিগুলোর কোলাজ সেঁটে কেটে যায় এক জীবন নির্দিধায়।।

**********************************

No comments:

Post a Comment