কবিতা ।। আমার প্রিয় মায়ের ভাষা ।। সুদীপ্ত দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। আমার প্রিয় মায়ের ভাষা ।। সুদীপ্ত দে


আমার প্রিয় মায়ের ভাষা                

সুদীপ্ত দে

মনের আশা প্রকাশ হলো তোমার হাত ধরে
তুমি যে আমার অতি প্রিয়, আমার মাতৃভাষা
মায়ের মুখে প্রথম তাঁর ছোঁয়াখানি পাই
চিত্তখানি মুক্ত হয় তোমার শব্দে নিই ঠাঁই
শিশুর মুখে প্রথম বুলি, মায়ের ভাষায় কথার ঝুলি
শৈশব আজ মুখরিত মাতৃভাষায়
জোৎস্না রাতে কান পেতে রই, তোমার মুখের গল্প গাঁথায়
কাটে প্রহর তোমায় ঘিরে, তোমায় দিয়ে গানের কলি
তুমি যে আমার অতি প্রিয়, আমার মাতৃভাষা
তোমায় ঘিরে রক্ত রাঙা গলি থেকে রাজপথ
ইতিহাসের পাতায় পাতায় স্থান মিলেছে তোমার গাঁথায়
কষ্ট যত, যাতনা যত, সুখের হাসির গল্প কত,
রাত্রি জেগে তোমার কথাই, গল্প হয়ে ঝরছে কত,
সুধা রস ঝরছে দেখো, তোমায় ঘিরে প্রাণের প্রিয়
আশা হয়ে কণ্ঠে জাগো, প্রেম হয়ে প্রকাশ করো
দুঃখ হয়ে অশ্রু ঝরো, নতুন দিনের স্বপ্ন গড়ো
এভাবেই লেখো তুমি তোমার কথা প্রাণের প্রিয়
শিশুর মুখে প্রথম স্থান,মৃত্যু পথে তোমার গান
বিজয়ধ্বজা তুলে ধরো, আবেগের প্রকাশ করো
এভাবেই ছুঁয়ে থাকো হৃদয় জুড়ে আমার প্রিয়

 ==================

 সুদীপ্ত দে
১৫ নং নীলগঞ্জ রোড সোদপুর কলকাতা ৭০০১১৪

 

 

 

 

No comments:

Post a Comment