কবিতা ।। মাতৃভাষা ।। উৎপলেন্দু দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। মাতৃভাষা ।। উৎপলেন্দু দাস


মাতৃভাষা

উৎপলেন্দু দাস


যে রমণী আমাকে জন্ম দিয়েছিলেন, তার কাছে
পেয়েছিলাম অযাচিত স্নেহ, অপার করুণার ঘন ছায়া
 মা ডাকলেই নিমেষে দুর্ভেদ্য ব্যূহ রচনা হত আমাকে ঘিরে;
মায়ের কাছে প্রথম শিখেছিলাম ভালোবাসা
কান্না ভয় যন্ত্রণা রাগ আনন্দ প্রকাশের ভাষা,
সেই ভাষা মননে ফুটিয়েছিল রাশি রাশি ফুল
এঁকেছিলাম অজস্র রূপকথার ছবি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে।

জেনেছিলাম আমার এক মা আছে, সবারই থাকে
মা ও আমার ভাষাও এক, সবার তাই হোক
মানবসভ্যতার  ইতিহাস বারে বারে সে কথাই শোনায়;
ক্রমশ জানলাম আমার মাতৃভাষার নাম বাংলা,
মাকে কাছে ধরে রাখতে পারিনি আমি
কিন্তু মায়ের ভাষা হাত ধরে নিয়ে যায় আমাকে এখনও
পৃথিবীর অঙ্গনে বিবিধ মাতৃভাষার অপরূপ মিলনমেলায়।


================



ডাঃ উৎপলেন্দু দাস
২৭/৫১, ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০


 

No comments:

Post a Comment