কবিতা ।। ভাষার ভালোবাসা ।। কেতকী বসু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। ভাষার ভালোবাসা ।। কেতকী বসু


ভাষার ভালোবাসা

কেতকী বসু


বাংলা আমার মাতৃভাষা,স্বপ্ন সাগর তীরে,
তোমায় আমরা বরণ করি সুখের পারাবারে।
জন্ম থেকে মায়ের ডাকে, বর্ণ পরিচয়
মধুর তোমার সুরের ধ্বনি, বাংলা মায়ের জয়।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ, নজরুল যার নাম
একই মন্ত্রে গান গেয়েছেন, বাংলা ভাষার দান।
দ্বিজেন্দ্রলাল,অতুলপ্রসাদ সুরের জাদুকর
বাংলা ভাষা মিষ্টি মধুর, সৃষ্টি শুধাগর।

ফাগুন ঝরা আগুন দিনে কৃষ্ণচূড়া লাল
শত সহিদের প্রাণের রক্তে সত্যের বেড়াজাল
জন্মভূমি বাংলা আমার শস্য ভরা ক্ষেত,
বরকত আর রফিক তাদের নেই জীবনের খেদ।
পূর্ণ ভূমি স্মরণ করি, বাংলা ভাষার জয়,
২১ হলো মহান দিবস জয় জীবনের জয়।

ইতিহাস আজ সাক্ষী দিল বাংলা ভাষার দিন
স্মরণ করি আমরা তোমায় ,লিখে যাই প্রতিদিন ,
প্রাণের মতন সুধা সিন্ধুর,অক্ষর আর লিপি
এই ভাষাতেই ' মা ' কে ডাকি, চিরজীবনের স্মৃতি।
বর্ণরা আজ গন্ধ ছড়ায়,বাংলাকে প্রাণে ধরি
চিরসত্যের জীবন শেখায় ২১ ফেব্রুয়ারি।।

================


Ketaki Basu
Haridash Dutta road
Post.joynagar Majilpur
Dist. 24 PGS
West Bengal
Pin.743337



No comments:

Post a Comment