কবিতা ।। তৃতীয় পরাদেশের কুণ্ডলাকৃতি জৈবনিক পাহাড় ও গর্ভের ধ্রুবপথ ।। নিমাই জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। তৃতীয় পরাদেশের কুণ্ডলাকৃতি জৈবনিক পাহাড় ও গর্ভের ধ্রুবপথ ।। নিমাই জানা


তৃতীয় পরাদেশের কুণ্ডলাকৃতি জৈবনিক পাহাড় ও গর্ভের ধ্রুবপথ

নিমাই জানা


অ্যামোনিয়াম সিলিকেট মিশ্রিত ব্রহ্মকুণ্ডের রসালো নোনতা রক্তের মত আগুনের হৃৎপিণ্ড ঝিল্লি লিলিথের খৈ উঠছে শ্মশানের উদগীরণ আগ্নেয় ক্ষমা আর আগুনের জেলিফিকেশন কঙ্কালদের মুখে ,হে  বিশুদ্ধ তরবারির নীল দিতি , তুমি প্রতিদিন খুলে রাখ এ জন্ম ঘরের অযোনিজ সম্ভোগ দশা


√ ঈ কারের তৃষ্ণা চিহ্নের মতো শান্তিব্রত নক্ষত্রেরা তীব্র ক্ষুধার গম্বুজাকৃতি মঞ্জির বাজাচ্ছে নিজেদের অঙ্গিরা মুলাহারে  , অসংখ্য স্বরবর্ণের মতো নৃতত্ত্ব ধ্বংসাবশেষের নৃত্য মুদ্রা  , যক্ষের সুদক্ষ আলুলায়িত স্বর্গ , ধর্মগ্রন্থী তৃষ্ণার্ত পাখা পিচ্ছিল ধ্বংসনগরী শুরু করেছে এ বিভাবতী ঘোরের মিথুন চোখের ঋতম প্রবাহ ,
একটা জল ডোবা সেতুর নিচে আমরা মৃত সাদা রুপোলি মাছের বিষাক্ত জলে ডোবানো ঝোল রেঁধে খাচ্ছিলাম আমরা দুজন

আমি অসংখ্য -১৫°  ডিম্বক খোলকের ভেতরে বসে থাকা খোলকহীন যুদ্ধক্ষেত্রের অপরাজিত সৈনিকের লাল কেশোদ্গম ও গন্ধহীন গলাকাটা বিষাক্ত পরিযায়ী দেবতাদের পাহাড়ের ঘাম  , বাতাসে ভেসে থাকা শুঁয়োপোকাদের মত পিচ্ছিল আলখাল্লা ফেলে আমি রাতের নৈঋত বিন্দুর অতলান্তিক জলযান হয়ে যাই

আমি আগুনের থেকে আরও অতলে কিছু গন্ধ মেশানো লাল রক্ত দোষের কম্বোজ কর্কট গলার বারুদ ভর্তি ক্যাথিড্রাল আক্রান্তকারীর বীভৎস ঘন্টার ধ্বনি, অসংখ্য শর্তহীন মাঝরাতের নিশাচর মণিকর্ণিকার মত শ্মশান বন্ধুদের শোক বিন্দু পাহারা দেই নরক দেশের টানা গাড়িটার গলগন্ড দেশের মাংসে  , আমার পাকস্থলীর চারপাশে একটা বিষাক্ত মিছিল চলছে
একটা মৃত্যুর নাম কি স্বরবর্ণ হতে পারে অন্ধকারের কনসোনেন্ট ? 
শৈলোৎক্ষেপের স্বয়ম্ভু, যম ও যমালয়ের ঘরে যারা হেঁটে যায় তাদের নিজের পায়ের ভেতরে অসংখ্য ঝিনুকাকৃতি কম্বোজ আর তামাটে গর্ভের শরীর এক একটা মিছিল ও স্তোত্র নির্মিত ক্যালসিফিকেশন ডি থ্রি ম্যালেটের গন্ধহীন যজ্ঞ চলছে , আমি ঈশ্বর কল্পনা করি সাদা পারদের মতো চকচক ধ্রুবতারার মনুসংহিতায়


আমরা কতদিন কল্পান্তর কালের ঔষধি বৃক্ষের তলায় দাঁড়িয়ে ভৃগু উপমহাদেশে লাল সতীর মতো কালো কালো পাইথন অরণ্যে তাম্র বর্ণের শোকের চারাগাছ গুলো বাজাইনি , কেবল একটা মৃত মানুষের শরীর থেকে অসংখ্য ধূসর মৃত্যু বীজ লাফিয়ে পড়ছে পুরুষরূপী নারীর উর্বর প্রদেশে



=================

নিমাই জানা
রুইনান, সবং, পশ্চিম মেদিনীপুর, ৭২১১৪৪

 

No comments:

Post a Comment