কবিতা ।। পুজোর প্রথম সন্ধ্যায় ।। আলাপন রায় চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। পুজোর প্রথম সন্ধ্যায় ।। আলাপন রায় চৌধুরী



পুজোর প্রথম সন্ধ্যায় 

আলাপন রায় চৌধুরী 


সন্ধ্যার ম্লান আলোয় কাশফুলগুলো ঝিমিয়ে পড়েছেI 
এদিকে তাও দেখা যায় এসবI 
বকপাখীও দেখেছি যেমন...I 
ধুনোর গন্ধ থেকে মনে হলো এটা সত্যি পুজোর সন্ধ্যা! 
অরে, ওই তো একটা প্যান্ডেল! 

বাস থেকে দেখছে আমায় একজন; কি ভাবছে? 
পুজোর মধ্যে দাঁড়িয়েও এখনো 
পুজো-পুজো ভাবটা জাগেনি মনেI 
যাই হোক, কাল অবশেষে ছুটি! 

এই তো, জায়গায়-জায়গায় মাইক বাজছে! 
গোটা এলাকাটা গম-গম করছে! 
মাঠেও রঙিন আলোর ছড়াছড়িI 
এবারও বলবে এটা আরেকটা পুজোর রাত নয়? 
যাহ, রাস্তা আটকে দিয়েছে- ঠিক যা ভাবছিলাম! 

খুব হালকা মাইকের আওয়াজ ভেসে আসছেI 
কাবাবের গন্ধ নাকে আসছিল ওই রাস্তায়I 
এখন ছাতিম ফুলের গন্ধ, আঃ! 
এখানে একটা বড় ড্রেন বা খাল, 
বেশ কিছু গাছ আর কয়েকটা খাটালI 
এই রাস্তায় পুজোর কোনো ছাপ নেইI 

বড় রাস্তায় উঠতেই সিগনাল খেলামI 
পোড়া পেট্রল আর ছাতিম ফুলের গন্ধ 
মিশে একটা, একটা অদ্ভুত হাইব্রিড! 
এর থেকে গোবরের গন্ধটাও ভালো ছিলI 

=====================

নাম: আলাপন রায় চৌধুরী। 
ঠিকানা: দমদম, কলকাতা- ৭০০০৬৫।

No comments:

Post a Comment