কবিতা ।। বর্ণমালা ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। বর্ণমালা ।। অশোক দাশ


বর্ণমালা

অশোক দাশ


ভাষা ‌    আমার    মাতৃভাষা 
বাংলা মায়ের অলংকার,
রক্তের     আল্পনায়    আঁকা
মর্যাদার   গর্ব   অহংকার।

বাংলা আমার অবোধ শিশুর
আধো -   আধো    বোল,
ভালোবাসায়    ভরা    ফাগুন
মায়ের     স্নেহ      কোল।

ছন্দে -   গানে     ভুবনজয়ী
ঢেউয়ের মাথায় নাচন,
ভাষা  আমার  বাংলা  ভাষা
ভাইয়ের  রক্তে   লিখন।

রক্ত  আখরে  লেখা  বর্ণমালা
ভালোবাসার   আখ্যান,
মায়ের   মমতায়   ভরা   প্রাণে
শিকড়ে   গভীর     টান।

আমার   ভাষা   বর্ণমালার
রঙ   যে   রক্ত   লাল,
পলাশ   রাঙা   বসন্তে পাখি
গাইছে   মুক্তির   গান।

বাংলা আমার হৃদয় গভীরে
মনি-মুক্ত - আকর,
সে যে ভোরের তাপস সন্ধ্যার 
দীপমালা  অম্লান  চিরভাস্বর ।  
 
============

অশোক দাশ
ভোজান ,রসপুর ,হাওড়া ,পশ্চিমবঙ্গ ,ভারত।



No comments:

Post a Comment