কবিতা ।। ভাষার দিন ।। সুদামকৃষ্ণ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। ভাষার দিন ।। সুদামকৃষ্ণ মন্ডল


ভাষার দিন

সুদামকৃষ্ণ মন্ডল 


ভোরের আলোর রঙ আলাদা আজ যে ভাষার দিন
নীল আকাশে বর্ণমালা নাচে তা ধিন ধিন
মায়ের বুকে পরশ পাথর জাগে বিয়োগ ব্যথা
আজ যে ভা'য়ের দীপ্ত স্মৃতি আত্ম ত্যাগের কথা
সবুজ পাতার  নাচন দেখি রক্তিম ফুলের বাহার
জাত ধর্মে  মধুর সে টান মিলন আকুতি  তাহার 
ঊষার অরুণে তারার বিতান শহীদ চাঁদের হাটে
কথায় গানে সুরে বিশ্ব মঞ্চ মাঠে ঘাটে
রূপসী বাংলার কল্প রতন বিশ্ব চুমে আছে 
ঘরে বাইরে আনন্দ কেতন স্মৃতি উস্কে বাঁচে 
অমর ভা'য়ের জীবন প্রদীপ রবির আলোয় মেশে
মায়ের ভাষায় অমৃত সুধা ছড়িয়ে দেশ-বিদেশে          
পাখির গানে উজান টানে কথায় চিত্র আঁকি 
চেতনা  উন্মেষে ভাষা ভালোবেসে ওদের আগলে রাখি


=============

সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347

No comments:

Post a Comment