Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

অণুগল্প ।। সময় অঞ্চল ।। লিপিকর

সময় অঞ্চল

লিপিকর


আইটি সংস্থার বড়বাবুর শুক্রবার দ্বিপ্রহরে অকস্মাৎ কার্য-বিশ্রাম-বিনোদনের সঠিক সংমিশ্রণ লইয়া ভাবনা আসিল। ভাবিয়া করিও কাজ - অর্থাৎ চিন্তাটি মস্তিষ্কে প্রসূত হইবামাত্র সহজাত সুললিত ভাষায় তাহা লিপিবদ্ধ করিয়া তিনি তাহা তাঁহার ঘনিষ্ঠ উচ্চপদাধিকারীদের পাঠাইলেন, সহিত উপদেশ - তাঁহারা যেন নিজনিজ অধঃস্তনদের হাঁফ ছাড়িবার অবকাশ দেন। জীবনে সুসমঞ্জস ভারসাম্য থাকিলে কর্মীগণ সজাগ, সক্রিয়, সংস্থানিষ্ঠ ও সফল হইবে, তাহাতে তাঁদেরই লাভ। 


    ঘটনাচক্রে, সেসময়ে বড়বাবু অ্যামেরিকাতে ছিলেন। অধিকাংশ প্রাপকের, বিশেষতঃ যারা তখন ভারতে ছিলেন, তখন মধ্যরাত, পাশ্চাত্যমতে তারিখ পালটাইয়াছে। মুঠোফোনে কর্তার বার্তা পাইয়া দ্রুতগতিতে তাঁহারা নিজ অধঃস্তনদের উদ্দেশ্যে সেই ইমেল ফরওয়ার্ড করিলেন। কেহ তাহাতে কেরামতি প্রদর্শনে আন্তর্জালের প্রসঙ্গস্পৃষ্ট প্রবন্ধের লিঙ্ক যোগ করিলেন, কেহ উপক্রমণিকায় কহিলেন, "এই যে, এটাই বলছিলুম …" কেহ 'ভ্যালু-অ্যাড' করিবার অপর কোনও পন্থা খুঁজিয়া না পাইয়া ফরোয়ার্ডকৃত বার্তাটিকে "উচ্চ-মনোযোগ-দাবী-করে" আর "গোপনীয়" দাগাইয়া ক্ষান্ত দিলেন।


    বৈদ্যুতিন ডাকটির দ্বিতীয় পর্য্যায়ের প্রাপকদের মধ্যে অনেকে তখন ইউরোপে বা অ্যামেরিকাতে অবস্থান করিতেছিলেন, তাঁহাদের শুক্রসন্ধ্যা ও রাত্রির কিয়াদংশ ব্যয় করাইয়া বার্তাটি সংস্থার পদসৈনিকদের উদ্দেশ্যে ধাবিত হইল।


    এইসকল সৈন্যদল সমস্ত পৃথিবীতে ব্যপ্ত হইয়া সংস্থার মুনাফা যাহাতে সর্বাধিক হয়, তাহাতে মনোযোগ দিতেছিলেন, এবং নিজনিজ পটুত্ব ও আলস্য অনুসারে কর্ম ও ফাঁকিতে ব্যস্ত ছিলেন। কিন্তু সেই মহান বার্তাটি একবার চক্ষু বুলাইয়াই তাহারা সকলে সেটিকে জঞ্জালবাক্সে চালান করিলেন, এ বিষয়ে তাঁহাদের ভাবনা ও কর্মপন্থায় আশ্চর্য মিল দৃষ্ট হইল।

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩