অণুগল্প ।। সময় অঞ্চল ।। লিপিকর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

অণুগল্প ।। সময় অঞ্চল ।। লিপিকর

সময় অঞ্চল

লিপিকর


আইটি সংস্থার বড়বাবুর শুক্রবার দ্বিপ্রহরে অকস্মাৎ কার্য-বিশ্রাম-বিনোদনের সঠিক সংমিশ্রণ লইয়া ভাবনা আসিল। ভাবিয়া করিও কাজ - অর্থাৎ চিন্তাটি মস্তিষ্কে প্রসূত হইবামাত্র সহজাত সুললিত ভাষায় তাহা লিপিবদ্ধ করিয়া তিনি তাহা তাঁহার ঘনিষ্ঠ উচ্চপদাধিকারীদের পাঠাইলেন, সহিত উপদেশ - তাঁহারা যেন নিজনিজ অধঃস্তনদের হাঁফ ছাড়িবার অবকাশ দেন। জীবনে সুসমঞ্জস ভারসাম্য থাকিলে কর্মীগণ সজাগ, সক্রিয়, সংস্থানিষ্ঠ ও সফল হইবে, তাহাতে তাঁদেরই লাভ। 


    ঘটনাচক্রে, সেসময়ে বড়বাবু অ্যামেরিকাতে ছিলেন। অধিকাংশ প্রাপকের, বিশেষতঃ যারা তখন ভারতে ছিলেন, তখন মধ্যরাত, পাশ্চাত্যমতে তারিখ পালটাইয়াছে। মুঠোফোনে কর্তার বার্তা পাইয়া দ্রুতগতিতে তাঁহারা নিজ অধঃস্তনদের উদ্দেশ্যে সেই ইমেল ফরওয়ার্ড করিলেন। কেহ তাহাতে কেরামতি প্রদর্শনে আন্তর্জালের প্রসঙ্গস্পৃষ্ট প্রবন্ধের লিঙ্ক যোগ করিলেন, কেহ উপক্রমণিকায় কহিলেন, "এই যে, এটাই বলছিলুম …" কেহ 'ভ্যালু-অ্যাড' করিবার অপর কোনও পন্থা খুঁজিয়া না পাইয়া ফরোয়ার্ডকৃত বার্তাটিকে "উচ্চ-মনোযোগ-দাবী-করে" আর "গোপনীয়" দাগাইয়া ক্ষান্ত দিলেন।


    বৈদ্যুতিন ডাকটির দ্বিতীয় পর্য্যায়ের প্রাপকদের মধ্যে অনেকে তখন ইউরোপে বা অ্যামেরিকাতে অবস্থান করিতেছিলেন, তাঁহাদের শুক্রসন্ধ্যা ও রাত্রির কিয়াদংশ ব্যয় করাইয়া বার্তাটি সংস্থার পদসৈনিকদের উদ্দেশ্যে ধাবিত হইল।


    এইসকল সৈন্যদল সমস্ত পৃথিবীতে ব্যপ্ত হইয়া সংস্থার মুনাফা যাহাতে সর্বাধিক হয়, তাহাতে মনোযোগ দিতেছিলেন, এবং নিজনিজ পটুত্ব ও আলস্য অনুসারে কর্ম ও ফাঁকিতে ব্যস্ত ছিলেন। কিন্তু সেই মহান বার্তাটি একবার চক্ষু বুলাইয়াই তাহারা সকলে সেটিকে জঞ্জালবাক্সে চালান করিলেন, এ বিষয়ে তাঁহাদের ভাবনা ও কর্মপন্থায় আশ্চর্য মিল দৃষ্ট হইল।

No comments:

Post a Comment