কবিতা ।। এটাই আমার দেশ।। তরুন আঁকুড়ে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 16, 2024

কবিতা ।। এটাই আমার দেশ।। তরুন আঁকুড়ে


এটাই আমার দেশ

তরুন আঁকুড়ে


বাংলাভাষী ভালবাসি
বাংলা লিখি বাংলা পড়া
বাংলায় শুরু বাংলা আমার শেষ,
আমি বাংলায় করি গান বাংলা আমার দেশ।।
শস্য শ্যামল বাংলা কোমল
বাংলা বলি বাংলায় চলি
চায় না যেতে এ-বাংলা ছেড়ে বিদেশ,
আমি বাংলায় লিখি কবিতা বাংলা আমার দেশ।। 
বাংলা আমার ডুবেছে রবী-তে 
বাংলা আমার জীবনানন্দ নজরুলগীতে 
বাংলা আমার প্রেমে অ-প্রেমে বিরহীর বেস্,
আমি বাংলায় করি হাহাকার বাংলা আমার দেশ।।
বাংলা কখনো হারতে শেখেনি
বাংলা কাউকে মারতে শেখেনি
বাংলার মানুষ হয় না কখনও শেষ;
আমি বাংলায় ডাকি মাকে বাংলা আমার দেশ।।
বাংলা আমার দৃঢ় বিশ্বাস
বাংলা আমার শেষ নিঃশ্বাস
বাংলা আমার জীবন বাজির রেশ;
আমি বাংলায় দেখি বিশ্বমাকে বাংলা আমার দেশ।।
বাংলা আমার একুশে আগুন 
বাংলা আমার পলাশ ফাগুন
এভাষার জন্য ছেলেরা করেছে জীবন শেষ;
আমি গর্বিত ,আমি গর্বিত এই ভাষাকে নিয়ে এটায় আমার দেশ।‌।

=============

 তরুণ আঁকুড়ে

গ্ৰাম-চাকতেঁতুল পোস্ট -রণডিহা জেলা -পূর্ব বর্ধমান




No comments:

Post a Comment