Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা ।। মাতৃভাষার সংকট ।। কে দেব দাস



মাতৃভাষার সংকট

কে দেব দাস


ভাষা, ভাষা, ভাষা;
তোমার ভাষা আমার ভাষা; তোমার আমার মায়ের ভাষা, আ মরি মাতৃভাষা।

মাতৃভাষার অধিকার ছিনিয়ে আনলো যে জাতি ওরে, সে যে বাঙালি।
" চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত " 
এই মন্ত্রে দীক্ষিত যে জাতি-সে জাতি শির নোয়াতে জানে না।

তাইতো, রফিক,বরকত,সালাম রা রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল মাতৃভাষার অধিকার।

"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি "
আবার শিলচরে ১৯৬১ এ-যে এগারো জন বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিল, তাঁদের রক্ত ও ভুলিনি আমরা।

মানভূমের বাংলাভাষার আন্দোলন ও স্মরনীয় মাতৃভাষার অধিকার অর্জনের জন্য।

"মাতৃভাষা প্রত্যেক জাতির জন্মসিদ্ধ অধিকার"

সারা বিশ্বের সমস্ত জাতি, উপজাতি কে মাতৃভাষার অধিকার এনে দিয়েছে যে জাতি-সে জাতি বাঙালি।

সেই জাতিকে করিস তোরা হেলা ফেলা-বাংলা লেখায় হানিস তোরা কালি।
তোরা কেমন মানুষ বল! মনুষ্যত্বের দাবিদার; না কি বর্বর, হিংস্র প্রজাতি?

সব ভাষাকেই কর রে তোরা সমান সন্মান, তবেই হবে মাতৃভাষার উথ্বান।
বাংলা লেখায় কেন তোদের গাত্রদাহ ; 
জারি করিস ফতোয়া :-
" অসমত বাংলা ভাষা ন চলিব, ন চলিব " !

মাতৃভাষার অধিকার তোদেরকে দিল কে?
           সে যে বাঙালি, আবার কে!
শোনরে ঐ- বীর লাচিত সেনা, অন্যের ভাষাকে করবি যত সন্মান। 
বিনিময়ে তোর মাতৃভাষাকে করবি তত গৌরব দান।

মাতৃভাষা বিশ্ব মানব জাতির অধিকার-
        বাংলা ভাষা ন চলিব অসমত ?
ওরে, উদ্ভ্রান্ত পাগল তোরা,বিশ্বজুড়ে দেখ রে চেয়ে- চিত্তশুদ্ধি কর রে তোরা!

ওরে মূঢ়, ধমকে-চমকে, শংকিত পরাণ রে।
শংকিত পরাণে কাউকে অন্যের মাতৃভাষা শেখানো যায় না।

বল প্রয়োগে সাময়িক অন্যের মাতৃভাষা শিখতে বাধ্য করা যায়।
কিন্তু তার অন্তঃসার থাকবে শূন্য! 
বুজবি যত তাড়াতাড়ি, হবে তোদের পূণ্য।

যে ভাষার মাধুর্য যত সুমধুর,সহজ সরল, যার গুনবত্তা যত বেশি।
লোক স্ব উৎসাহে তাকে গ্ৰহণ করে ভাষা শেখার আগ্ৰহে।
বল প্রয়োগের চেষ্টা করিস বৃথা।

ওরে মূঢ়, 
ধমকে-চমকে বা বল প্রয়োগে ভাষা শেখানো যায় না।
এই সত্যটি বুঝলে ভালো, নয়তো ভাষার নামে ভাষা যাবে রসাতলে।

___________________

কে দেব দাস
পি৫২ গ্ৰীনভিউ, গড়িয়া
কলকাতা ৮৪

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক