Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

ছড়া ।। পশুরাজ ।। আনন্দ বক্সী 

 

পশুরাজ 

আনন্দ বক্সী 


আফ্রিকা-ভারত 
               সিংহের আড়ৎ
পাবে একে সেখানে 
                মরুভূমি যেখানে।

ঘাসজমি বন্য 
                বড়ো গাছ ভিন্ন 
খোঁজে এরা থাকতে 
                 স্বাধীনতা রাখতে।

শরীরটা তামাটে  
                 পেট তার সাদাটে
কেশরের শোভাতে 
                   হয় সব বোবা যে
তামা রঙ লাগানো 
                  অদ্ভুত সাজানো।

মোষ শুনি বন্য  
                  খেয়ে হয় ধন্য 
হরিণও খায় সে 
                  রাতে হানা দেয় এ
দিনে থাকে ঘুমিয়ে 
                    চোখ-কান বুজিয়ে।

ভালোবাসে ডাকতে
                     দলবেঁধে থাকতে
দল নামে 'প্রাইড'
                    এরা বেশ ব্রাইট।

কারো পোষ মানেনা
                       অহিংসা জানেনা
পশুরাজ নামেতে 
                       দেহ ভরা দমেতে।

আচরণে তুখোড়
                        নজরটা প্রখর 
রাখে ঠিক লক্ষ্য
                      শিকারে এ দক্ষ।

হায়নার শিকার 
                     করে দেয় বেকার 
তার থেকে লুকিয়ে
                     নিয়ে যায় উঠিয়ে
শিকার সে হরিয়ে 
                     পেট নেয় ভরিয়ে।

খুব দ্রুত ধাবক
                   ভালোবাসে শাবক 
মজা করে চুটিয়ে
                  পড়ে ভাই লুটিয়ে।

সিংহীর উদরে 
                 বড় হয় আদরে 
থাকে চার মাহিনা
                 খুঁজে দেখো তাই না?
শাবক হয় কয়টা?
                  এক থেকে ছয়টা।

বয়স হলে কুড়িটা
                   মরে বুড়ো-বুড়িটা
পাবে একে গিরেতে
                     বৃক্ষের ভিড়েতে।

===========================

 আনন্দ বক্সী, গ্রাম-বেলিয়াডাঙ্গা,ডাক-দক্ষিণ বারাশত, থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনা,সূচক ৭৪৩৩৭২।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক