অণুগল্প ।। ভিজে বিড়াল ।। পীযূষ কান্তি সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

অণুগল্প ।। ভিজে বিড়াল ।। পীযূষ কান্তি সরকার


ভিজে বিড়াল

পীযূষ কান্তি সরকার



     করোনার প্রকোপ কমতেই প্রায় বছর তিনেক পর ব্রাইট বয়েজ হাইস্কুলে অনুষ্ঠিত হল প্রাক্তন ছাত্র সম্মেলন। সেদিন শীতের রবিবারের সকালে ছাত্রদের ঢল নেমেছে। টিফিন খেয়ে গদাই লস্করি চালে সবাই ঢুকল হলঘরে। সভাপতির উপস্থিতিতে বিদায়ী কমিটির ভাষণ আর হিসেবপত্র পেশ হল। এ-পর্যন্ত কোনো সমস্যাই হয় নি কিন্তু নতুন কমিটির নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হল ঝামেলা। যাঁরা কমিটিতে এলেন সকলেই উপস্থিত নেই কেন ? কিসের ভিত্তিতে তাঁরা নির্বাচিত হলেন -- এই সব হাজার প্রশ্ন তুলে শুরু হল গণ্ডগোল। সভাপতি সমস্যা মেটানোর চেষ্টা করলেও গুঞ্জন চলতেই থাকলো। তখন সামনের সারিতে বসা প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ খাঁড়া উঠে দাঁড়িয়ে বললেন, " আপনারা শান্ত হন। যাঁরা কমিটিতে আসতে চাইছেন তাঁরা নিজেদের নাম পেশ করুন। নতুন কমিটি নিশ্চয়ই তাঁদের দু-একজনের কথা বিবেচনা করবেন।"
   এতক্ষণ যাঁরা সমস্যা তৈরি করছিলেন কোনো এক যাদুমন্ত্রবলে চুপ করে গেলেন। শান্ত হল সভা।
      দু'দিন দিন পর কমিটির অন্যতম সদস্য দেবরাজ -এর সঙ্গে বাজারে দেখা। বললাম, " বেশ শীত পড়েছে দেবরাজ! তবে রিটায়ারমেন্টের পর বিশে ভালো যাদু শিখেছে ! সেদিন কেমন সবাইকে চুপ করিয়ে দিল !"
        দেবরাজ হেসে বলল, " টিচার্সরুমে রাজনীতির জোয়ার এনে এতকাল জ্বালিয়ে গেছে বিশে খাঁড়া -- এখন বাইরে থেকে খাঁড়া চালাচ্ছে ! কেমন ভিজে বিড়াল সেজে রইল দেখলে তো ! যেন ভাজামাছ উল্টে খেতে জানে না !"
 
                         --------------
 


পীযূষ কান্তি সরকার
১/১, কুচিল ঘোষাল লেন, কদমতলা, হাওড়া - ১

     

No comments:

Post a Comment