ছড়া ।। একটি শিশু ।। সমর আচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

ছড়া ।। একটি শিশু ।। সমর আচার্য্য

একটি শিশু 

সমর আচার্য্য


একটি শিশু কান্না করে
কেক বিরিয়ানি খাবে
বাড়ির খাবারে নেইকো রুচি
হোটেল বারে যাবে।

একটি শিশু কান্না করে
দুমুঠো অন্নের তরে
দুবেলা তার আধপেটা খেয়ে 
পেটটি নাহি ভরে।

একটি শিশু কান্না করে
করবে বলে খেলা
আর একটি কান্না করে
রাস্তায় চালিয়ে ঠ্যালা।

একটি শিশু নতুন পোশাকে
যায় মামা বাড়ি
আর একটি আদুল গায়ে
দেয় ধুলায় গড়াগড়ি।

একটি ছেলে স্কুলে যায়
বই পত্তর নিয়ে
আর একটি তাকিয়ে থাকে
অবাক দৃষ্টি দিয়ে।

একটি ছেলে শীতে ঘুমায়
গায়ে দামী কম্বল
আর একটির মাঘের শীতে
মায়ের আঁচলই সম্বল।


একটি শিশু ফেলছে ছুড়ে
আর খাবো না বলে
আর একটি সেই খাবারটি
নেয় আদরে তুলে।

দুই শিশুই ভাবছে বসে
কেন এমন হয়
দুজনেই তো দেখতে এক
দুজনেই কথা কয়।
 
       --------

সমর আচার্য্য
বিধাননগর 
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর



                             

No comments:

Post a Comment