ছড়া ।। খোকার সখের পুঁটি ।। শিব্বির আহমদ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

ছড়া ।। খোকার সখের পুঁটি ।। শিব্বির আহমদ


সখের পুঁটি

শিব্বির আহমদ


খোকা গেলো বিলের পারে
ধরবে বকের ছানা। 
যেয়ে দেখে স্বপ্ন তাহার 
মিছে ষোল আনা। 

বিলের কোণে ফাঁদ পেতেছে 
বাজবে বকের গলে। 
উলটো হয়ে পড়লো তাহা 
পুঁটিমাছের জলে। 

খুশি খোকা কম হলো না 
পুঁটি মাছটি পেয়ে। 
'জলদি করে দাও গো ভেজে'
বলল মাকে গিয়ে। 

বলল মায়ে ঠিক আছে তুই
গোসলটা নে সেরে। 
গায়ে পানি দিতেই খোকার 
ঘুমটা গেলো ছেড়ে।
 
=========
 
 
 
শিব্বির আহমদ
তালতলা সদর ময়মনসিংহ

No comments:

Post a Comment