কবিতা ।। দুই নারী ।। রানু বর্মণ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। দুই নারী ।। রানু বর্মণ

 

দুই নারী

 রানু বর্মণ


 সৃষ্টির বুকে জন্মেছিল দুই নারী
 অনন্তের সজ্জা তল ছাড়ি
 একজন ভালোবাসা—
 অপরজন ঘৃণা নামে জানি ।

একজন প্রকৃতিকে বেঁধেছে
 প্রেম মায়া মমতার সুদ‌ঢ় বন্ধনে,
 হৃদয়ে আলিঙ্গনে—
 প্রেমের প্রাপ্তি পূর্ণতায় 
না পাওয়ারা মিশেছে শূন্যতায় ।
বসন্তের পুষ্পিত কাননে
ফাল্গুনের মুক্ত যৌবনের বনে—
বিশ্বের কামনা দেউলে নিভৃত রাতে
সৃষ্টির রূপ রস সৌন্দর্যের সাথে ,
ভালোবাসা করেছে অধিষ্ঠান 
মানবতার বন্ধনে করেছে হৃদয় দান।

 অপরজন হিংসা ক্রোধ লালসার আগুনে 
মানবতা প্রেম হৃদ্যতা যৌবন ফাগুনে —
 জ্বলে পুড়ে শেষ হয়েছে প্রাণ 
ছারেখারে গেছে সৃষ্টির অপূর্ব দান ।
ঘৃনার অনল পাত্রে কপটতার গরল করেছে পান,
নিভে গেছে শত হৃদয়ের কলতান।
বিষোদগারে ভালোবাসা হয়েছে বিবর্ণ
ধূসর মরুতে জীবন বেলা অবসন্ন,
জীবন মৃত্যুর সঙ্গমতীর্থতীরে 
ঘৃণার পুড়েছে ধীরে—
অশ্রুসিক্ত জীবন ও নীরে।।
 
=====================

রানু বর্মণ, বেগম পুর কলোনী, দঃ২৪ পরগণা পশ্চিমবঙ্গ 

No comments:

Post a Comment