রিয়াদ হায়দার
প্রাণের চেয়ে অতি প্রিয় সেতো আমার গ্ৰাম,
ভালোবাসার হৃদয় জুড়ে বসন্তপুর নাম।
ছায়া ঘেরা গাছের সারি পুকুর থেকে মাঠ,
একটু দূরেই প্রধান সড়ক চাঁদ নগরের হাট।
গ্ৰামে এলেই দেখতে পাবেন হরেক রকম ফুল,
এই গ্ৰামেরই সোনার ছেলে কবি রফিক উল।
পাশাপাশি আমরা থাকি হিন্দু- মুসলমান,
একসঙ্গে থাকা খাওয়া এক সে নাড়ির টান।
সকালবেলা নীল আকাশে সূর্য যখন ভাসে,
প্রকৃতির ঐ রূপের শোভায় গ্ৰামটি তখন হাসে।
গ্ৰামের মাঝে শিক্ষালয়ে কচিকাঁচার দল,
প্রজাপতির মত তারা করছে কোলাহল।
আমার গ্ৰামের ভালোবাসায় সম্প্রীতির-ই সুর,
সময় পেলে আজই আসুন এই বসন্তপুর।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রিয়াদ হায়দার
গ্ৰাম - বসন্তপুর
পোস্ট - চাঁদনগর
থানা - ডায়মন্ড হারবার
জেলা - দঃ২৪ পরগনা
No comments:
Post a Comment