কবিতা ।। ভালবাসার মোহে ।। মহা রফিক শেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। ভালবাসার মোহে ।। মহা রফিক শেখ

ভালবাসার মোহে

মহা রফিক শেখ


ওই নীল চোখে মৃত্যু বিষ দেখি।
চোখে চোখ রেখে বিষবাষ্প শুষে নিতে চাই হৃদপিণ্ড ।
সারা শরীর নীল হয়ে যাক।
তমসাচ্ছন্ন ঘোরে মৃত্যুর কোলে ঢলতে চাই। 
আমার বহুদিনের শখ........ভালোবেসে নীলকন্ঠ হওয়ার।

চোখের তারায় কি যে নেশা!
ঘোর কাটে না ভালোবাসার।
মাতাল মন টলতে থাকে ভালবাসার আবেশ নিয়ে ।
মৃত্যু খাদের গহন তলে।
তবুও ভালোবাসতে চাই শতাব্দীর পর শতাব্দী। মৃত্যু হোক না পিরামিডে!!
 
 ===================

মহা রফিক শেখ, মহিসার, খড়গ্রাম,মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ -742147



2 comments:

  1. খব সুন্দর তোমার লেখার ছন্দ।ভালোবাসার পাখি চায় সারা জীবন ভোর খোলা আকাশে উড়তে।হোক না মৃত‍্যর আগের দিন

    ReplyDelete
  2. আন্তরিক ধন্যবাদ জানাই

    ReplyDelete