কবিতা ।। হাতবদল ।। বলরাম বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। হাতবদল ।। বলরাম বিশ্বাস

হাতবদল

বলরাম বিশ্বাস

মা হল সংসার। বাবা হল সংসার।
ঘটনা অঘটনের বেড়াতে খেয়ে নিলে সংসারে ভাঙন।
চৌদ্দপুরুষের কাছে যেন এ এক হাসির খোরাক।

সবার হবে। জীবনের নিয়ম।


তুমি কতটা চেন ভিটে গাছ।
অলৌকিকের আওতায় এসো

হাতবদল হচ্ছে......
সংসার।।।

No comments:

Post a Comment