কবিতা ।। পথ ।। সুবীর হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। পথ ।। সুবীর হালদার


পথ

সুবীর হালদার

পথের অনন্তসঙ্গী পথ
সে নয় আস্তানা হীন, 
লক্ষ্য কেবল এগিয়ে চলা
পথভোলা পথিককে নবদিশা দেওয়া
দিন শেষে ঘর ফেরার সহচরী 
তার বুকে ফুটেছে কত সাফল্যের ফুল
কখনো ঝরে গেছে অসময়ে, অবহেলায়
কালের স্রোতে নিঃস্ব পথিক ঠাঁই পেয়েছে পথে।
পথের বাঁক প্রেরণাদায়ী ব্যার্থতায় ঘুরে দাঁড়ানোর
সুখ-দুঃখের চিরন্তন সঙ্গী
ধনী-দারিদ্র সকল জাতিরে বেঁধেছে একসূত্রে 
চাওয়া-পাওয়া, লালসার বিনাশ তার মাঝেই
অন্তিমকাল অস্থিধূলায় মিশে যাবো পথ মাঝারে।

==================

 
সুবীর হালদার
কৃষ্ণনগর নদীয়া।
পিন- 741101 

2 comments: