কবিতা ।। বাবার কথা মনে পড়ে ।। রেজাউল করিম রোমেল  - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। বাবার কথা মনে পড়ে ।। রেজাউল করিম রোমেল 


বাবার কথা মনে পড়ে

রেজাউল করিম রোমেল 

 
বাবা তুমি নেই! একথা ভাবতেই 
চোখে আসে জল, 
যখন তুমি ছিলে, তখন বুঝিনি
তুমি না থাকার শূন্যতা। 
আজ তা তিলে তিলে অনুভব করি। 
বট বৃক্ষের মত তোমার ছায়া তলে- 
ছায়া দিয়ে অক্সিজেন দিয়ে 
সমস্ত বিপদ-আপদ, ঝড়-ঝাপটা থেকে 
বাঁচিয়ে রেখেছিলে আমাদের। 
আজ তুমি নেই। মনে হয় 
মাথার উপরের ছাদটা হারিয়ে ফেলেছি। 
বাবা; এখন আমিও তোমার মত একজন বাবা। 
আজ বুঝি- 
বাবা হতে হলে তাকে কতটা দায়িত্ববান হতে হয়।

-------------------------------------------------
 
 
 
রেজাউল করিম রোমেল,
চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি, 
যশোর, বাংলাদেশ।

No comments:

Post a Comment