কবিতা ।। ঘর সংসার ।। সোমনাথ মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। ঘর সংসার ।। সোমনাথ মুখার্জী


ঘর সংসার

সোমনাথ মুখার্জী


সময়ে সময়রেখা মুছে নেয়
অদৃশ্য চাঁদের রাত্রির অহংকার।
কেন এমন হয় 
সেকথা আদান প্রদান অঙ্কের
জটিলতা ভেদ করে করে
সূদুর কোনও গ্ৰীক পুরাণের 
চিত্রকল্প ক‍্যানভাস ছুয়ে
হেসে যাচ্ছে স্বমহিমায়। অলস বিকেলের
ক্লান্তিকর পরিশ্রম অন্ত হলে পর
সময় নিজস্ব অবগাহন 
আকাশের সমুদ্রে সাঁতরে নেয়। কত
সংবেদনশীল গাছপালা নৈতিক
সৌন্দর্যের রং মেখে নিয়ে
অতিদূর কোনো রহস্যময় কালক্ষেপে
জীবনের তটভূমি টপকে যায়। এভাবেই
বয়ে যেতে থাকে জীবনের অসংখ্য
কথামালা, যেভাবে নত হয় প্রেম, যেভাবে গড়ে ওঠে 
তোমার ও আমার নৈতিক এবং অনৈতিক সম্পর্ক হাত।
কত বিনিদ্র রজনী শব্দের কামারশালায়
হাতুড়ি দিয়ে ভেঙেছি শব্দের
অন্তরদহন। তুমি ভেবেছিলে এই শব্দশিশু
সত‍্যের দারপ্রান্তে নিতান্তই তুচ্ছ‌।
আত্মগরিমার বক্তব্য নয়। সত‍্যের দায়বদ্ধতায় কবির জন্ম হয়। এই যে
মৃত্যুময় যাপন, মানুষের সমুদ্রে কারো গুপ্ত
লোভ,তার পথের ধারে আমাদের আশ্চর্য
বসবাস। ভয় হয় কোনও দিন সভ‍্যতা তার
চেতনার সম্পদ না হারায়‌। তোমাকে গোপনে বলি, 
                                        প্রেম পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর সংসার।
তোমার শেষ হাসিতে শ্রদ্ধার অসাধারণ বাহার।

==== সমাপ্ত ====


শ্রী সোমনাথ মুখার্জী 

লেক ভিউ পার্ক রোড,বনহুগলী, কলকাতা-৭০০১০৮




No comments:

Post a Comment